দিল্লি, 11 ফেব্রুয়ারি : আম আদমি পার্টির টুইটারে আজ শেয়ার করা হয় একটি ছবি ৷ চশমা, নাকের নীচে গোঁফ, মাফলার, সোয়েটার, মাথায় দলীয় টুপি ৷ সবই রয়েছে খুদে ওই কেজরিওয়ালের ৷ ভোটযুদ্ধের দিনে AAP-এর টুইটারে শেয়ার করা ওই ছবিটি নিমেষে নজর কাড়ে নেটিজেনদের ৷
কেজরিওয়াল নামটা মনে আসলেই প্রথম মাথায় আসে মাফলার পরা, মাথায় টুপি পরা এক স্মিত হাস্যময় মুখ ৷ আজ তৃতীয়বারের জন্য দিল্লির নির্বাচনী বৈতরণী পার করলেন তিনি ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টুইটারেও ছেয়ে যান অরবিন্দ কেজরিওয়াল ৷ তবে আজ টুইটারে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ছাড়াও উঠে এসেছে আরও এক খুদের মুখ ৷ কয়েক মুহুর্তেই সেই ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায় ৷ চার ঘণ্টা পরে ছবিটি আরও একবার রিটুইট করা হলে সেটিতেও লাইকের বন্যা বয়ে যায় ৷ 15 হাজারেরও বেশি লাইক ও 448 টি কমেন্টস আসে ছবিটিতে ৷