পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

21 অক্টোবর খুলছে কাজিরাঙা জাতীয় উদ্যান

5 অক্টোবর কাজিরাঙা জাতীয় উদ্যান খোলার পরিকল্পনা থাকলেও বন্যার কারণে তা সম্ভব হয়নি ৷ এবার তা খোলা হচ্ছে সবরকম সুরক্ষাবিধি মেনে ৷

kaziranga_national_park_to_reopen_for_tourists
কাজিরাঙা অভয়ারণ্য খুলে যাচ্ছে 21 অক্টোবর

By

Published : Oct 19, 2020, 7:26 PM IST

গুয়াহাটি, 19 অক্টোবর : 21 অক্টোবর খুলছে কাজিরাঙা জাতীয় উদ্যান ৷ সেদিনই সেখানে এশিয়ান রাইনোসরাস টুরের উদ্বোধন করবেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ও বনমন্ত্রী পরিমল শুক্লা৷

5 অক্টোবর কাজিরাঙা খোলার পরিকল্পনা থাকলেও বন্যার কারণে তা সম্ভব হয়নি ৷ এবার তা খোলা হচ্ছে সবরকম সুরক্ষাবিধি মেনে ৷ ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই কাজিরাঙায় পর্যটকদের আনাগোনা কমতে থাকে ৷ এরপর মার্চের মাঝামাঝি থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল কাজিরাঙার দরজা ৷

কাজিরাঙা জাতীয় উদ্যানে প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন ৷ যদিও এবছর কোরোনা পরিস্থিতিতে তা এতদিন বন্ধ থাকায় অসম পর্যটন দপ্তরের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে ৷ কাজিরাঙা জাতীয় উদ্যান থেকেই প্রতি বছর 98 লাখ টাকার রাজস্ব আদায় হয় ৷ বছরে বন দপ্তরের মোট যে রাজস্ব আদায় হয় এবার তার পরিমাণ গত বছরের নিরিখে কার্যত অর্ধেক ৷ গত বছর পর্যটকদের থেকে আয় হয়েছিল 1.22 কোটি টাকা ৷

কোরোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কীভাবে পর্যটকরা সেখানে ঢুকতে পারবেন তা ঠিক করবে অসম সরকার ও জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details