শ্রীনগর, 11 জানুয়ারি : বিদেশি প্রতিনিধিদের সঙ্গে নিজেদের পুনর্বাসন নিয়ে আলোচনা করলেন কাশ্মীরি পণ্ডিতরা । 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার দুইদিনের সফরে সেখানে গিয়েছে 15 সদস্যের বিদেশি প্রতিনিধিদের দল । তাদের সঙ্গে শুক্রবার পুনর্বাসন নিয়ে আলোচনা হল কাশ্মীরি পণ্ডিতদের প্রতিনিধিদের ।
সম্মান ও নিরাপত্তা পেলে ভিটেয় ফিরব, বিদেশি প্রতিনিধিদের জানালেন কাশ্মীরি পণ্ডিতরা - foreign delegates in kashmir
কাশ্মীরি পণ্ডিতরা সংবাদমাধ্যমকে বলেন, "ওনারা (বিদেশি প্রতিনিধিরা) পুনর্বাসন নিয়ে আমাদের মতামত জানতে চেয়েছিলেন । আমরা বলেছি, উপযুক্ত সম্মান ও নিরাপত্তা পেলে আমরা কাশ্মীরে নিজেদের ভিটেয় ফিরতে রাজি ।"
বিদেশি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা পর কাশ্মীরি পণ্ডিতরা সংবাদমাধ্যমকে বলেন, "ওনারা (বিদেশি প্রতিনিধিরা) পুনর্বাসন নিয়ে আমাদের মতামত জানতে চেয়েছিলেন । আমরা বলেছি, উপযুক্ত সম্মান ও নিরাপত্তা পেলে আমরা কাশ্মীরে নিজেদের ভিটেয় ফিরতে রাজি ।" উল্লেখ্য, গত শতাব্দীর নয়ের দশকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হওয়ার পর 1 লাখেরও বেশি (কারও কারও মতে সংখ্যাটা প্রায় 2 লাখ) কাশ্মীরি পণ্ডিতকে উপত্যকা থেকে বিতাড়িত হতে হয়েছে । কাশ্মীরে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে তাঁরা উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ।
370 ধারা প্রত্যাহারের পর এই নিয়ে দ্বিতীয় বার বিদেশি প্রতিনিধিদের কোনও দল জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এল । এর আগে গত বছর 5 অগাস্ট ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা কাশ্মীরে এসেছিলেন ।