দিল্লি, 30 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীর নিয়ে "ভুয়ো তথ্য" ছড়ানোর জন্য ফের বিরোধীদের তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ দাবি করলেন, আদতে সে রাজ্যে কোনও বিধিনিষেধ নেই ৷ পুরোটাই রয়েছে "নির্দিষ্ট কিছু মাথায় ৷" খুব দ্রুত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷
5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 ও 35A ধারা প্রত্যাহার করা হয় ৷ তারপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে বিধিনিষেধ জারি হয় ৷ কোনও সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ল্যান্ডলাইন সংযোগ , মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ৷ পরে অবশ্য ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হয়েছে ৷ তা সত্ত্বেও বিরোধীরা ভুয়ো তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন অমিত ৷ গতকাল দিল্লিতে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কাশ্মীরের যে কোনও জায়গায় ঘোরাফেরা করতে পারছেন সাধারণ মানুষ ৷ ভারতের অন্য প্রান্ত থেকেও সাংবাদিকরা নিয়মিত কাশ্মীরে যাচ্ছেন ৷ কোথায় বিধিনিষেধ ? এটা শুধুমাত্র আপনাদের মাথায় রয়েছে ৷ "
এই সংক্রান্ত আরও খবর :"কাশ্মীর ইশুকে রাষ্ট্রসংঘে নিয়ে যাওয়া হিমালয়ের মতো ভুল ছিল নেহরুর"
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "জম্মু ও কাশ্মীরের 196 টি থানার কোথাও কারফিউ নেই ৷ আটটি থানা এলাকায় 144 ধারা জারি রয়েছে ৷ যা একসঙ্গে চারের বেশি মানুষের জমায়েত বা রাজনৈতিক মিছিলের উপর নিষেধাজ্ঞা চাপায় ৷ ল্যান্ডলাইন চালু রয়েছে ৷ বরং 5 অগাস্টের পর সে রাজ্যে নতুন 6 হাজার 200 টি টেলিফোন বুথ (PCO)চালু হয়েছে ৷ " পাশাপাশি তিনি দাবি করেন, আগামী 10 বছরে জম্মু ও কাশ্মীর সবথেকে উন্নত রাজ্য হবে ৷