দিল্লি, 28 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই বিভিন্ন বিরোধী দলের তোপের মুখে পড়তে হয়েছে সরকারকে । তার মধ্যে সব থেকে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । অবশ্য সংসদে সরকারের বিরুদ্ধে সুর চড়ালেও কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ ইশু বলে পাকিস্তানকে এক হাত নিলেন রাহুল গান্ধি । পাশাপাশি রাষ্ট্রসংঘে কাশ্মীর ইশু উত্থাপন করে পাকিস্তান রাহুলের বক্তব্যকে উদ্ধৃত করায় পাকিস্তানের সমালোচনা করেছে কংগ্রেস ।
আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধি টুইট করেন, 'আমি অনেক বিষয়েই সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করি । তবে পরিষ্কার করে জানাতে চাই যে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় । পাকিস্তান সহ কোনও দেশের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত না ।' এরপর অপর একটি টুইটে কাশ্মীরে চলতে থাকা অশান্তি ও হিংসার ঘটনা পাকিস্তানের মদত ও উস্কানিতে হচ্ছে বলেও দাবি করেন রাহুল ।
এই টুইটের কয়েক মুহূর্তের মধ্যেই কংগ্রেস সাংসদ শশী থারুর টুইট করেন, 'স্পট অন, চিফ ! এটিই হল ভারতীয় জাতীয় কংগ্রেসের মূল মতামত : জম্মু ও কাশ্মীর ভারতের এক অবিচ্ছেদ্য অঙ্গ ; আমরা 370 ধারা বাতিল করার পদ্ধতিটির বিরোধিতা করেছি কারণ যেভাবে এটা হয়েছে তাতে আমাদের মনে হয়েছে সেটি সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী ছিল । আমাদের অবস্থান থেকে পাকিস্তানের কোনও স্বাচ্ছন্দ্য বোধ করার কারণ নেই ।'