পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইশু, পাকিস্তানকে এক হাত নিয়ে মন্তব্য রাহুলের - trump

সংসদে সরকারের বিরুদ্ধে সুর চড়ালেও কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ ইশু বলে পাকিস্তানকে এক হাত নিলেন রাহুল গান্ধি ।

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইশু, পাকিস্তানকে এক হাত নিয়ে মন্তব্য রাহুলের

By

Published : Aug 28, 2019, 5:07 PM IST

দিল্লি, 28 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই বিভিন্ন বিরোধী দলের তোপের মুখে পড়তে হয়েছে সরকারকে । তার মধ্যে সব থেকে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । অবশ্য সংসদে সরকারের বিরুদ্ধে সুর চড়ালেও কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ ইশু বলে পাকিস্তানকে এক হাত নিলেন রাহুল গান্ধি । পাশাপাশি রাষ্ট্রসংঘে কাশ্মীর ইশু উত্থাপন করে পাকিস্তান রাহুলের বক্তব্যকে উদ্ধৃত করায় পাকিস্তানের সমালোচনা করেছে কংগ্রেস ।

আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধি টুইট করেন, 'আমি অনেক বিষয়েই সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করি । তবে পরিষ্কার করে জানাতে চাই যে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় । পাকিস্তান সহ কোনও দেশের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত না ।' এরপর অপর একটি টুইটে কাশ্মীরে চলতে থাকা অশান্তি ও হিংসার ঘটনা পাকিস্তানের মদত ও উস্কানিতে হচ্ছে বলেও দাবি করেন রাহুল ।

এই টুইটের কয়েক মুহূর্তের মধ্যেই কংগ্রেস সাংসদ শশী থারুর টুইট করেন, 'স্পট অন, চিফ ! এটিই হল ভারতীয় জাতীয় কংগ্রেসের মূল মতামত : জম্মু ও কাশ্মীর ভারতের এক অবিচ্ছেদ্য অঙ্গ ; আমরা 370 ধারা বাতিল করার পদ্ধতিটির বিরোধিতা করেছি কারণ যেভাবে এটা হয়েছে তাতে আমাদের মনে হয়েছে সেটি সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী ছিল । আমাদের অবস্থান থেকে পাকিস্তানের কোনও স্বাচ্ছন্দ্য বোধ করার কারণ নেই ।'

এর আগে 370 ধারা প্রত্যাহার এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলের বিরোধিতা করেছিল কংগ্রেস ৷ কিন্তু, রাজ্যসভায় বিল পাশের পরই বিষয়টি নিয়ে কংগ্রেসের মধ্যেই বিভাজন স্পষ্ট হয় । লোকসভায় বিলটিকে সমর্থন করেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ দলের মনোভাব মেনে নিতে না পেরে পদত্যাগ করেছিলেন রাজ্যসভায় কংগ্রেসের চিফ হুইপ ।

এদিকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই ভারত বারবারই জানিয়েছে, তৃতীয় পক্ষ নাক গলাবে না । কাশ্মীর অভ্যন্তরীণ বিষয় । তা সত্ত্বেও সাম্প্রতিককালে ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন যে তিনি কাশ্মীর ইশুতে মধ্যস্থতায় রাজি । এমন কী ট্রাম্প দাবি করেন প্রধানমন্ত্রী মোদি তাঁকে কাশ্মীর ইশুতে মধ্যস্থতা করতে বলেন । এরপর ট্রাম্পের এই দাবি বিদেশমন্ত্রক নস্যাৎ করলেও বিরোধীদের তোপের মুখে পড়তে হয় মোদি সরকারকে । ট্রাম্পের কাশ্মীর নিয়ে মন্তব্যের জেরে উত্তাল হয় সংসদ ।

তবে দু'দিন আগে G-7 সম্মেলনের সময় পার্শ্ববৈঠক করেন মোদি ও ট্রাম্প । সেই বৈঠকেই অ্যামেরিকার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে মোদি ফের স্পষ্ট করে দিলেন, কাশ্মীর ইশু ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় । একই কথা বললেন ট্রাম্পও ৷ দেশের মধ্যে কাশ্মীর নিয়ে সরকারবিরোধী মনোভাব পোষণ করলেও এবার একই কথা বলে নিজের অবস্থান পরিষ্কার করলেন রাহুল ।

ABOUT THE AUTHOR

...view details