দিল্লি, 5 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা ৷ পাশাপাশি রাজ্যসভায় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করেন জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল । পুনর্গঠন বিলে জম্মু ও কাশ্মীর ও লাদাখকে আলাদা দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয় । এরপরই সরকারের এই বিল পেশের পদক্ষেপকে স্বাগত জানিয়ে লাদাখের BJP সাংসদ জময়ং সেরিং নমগয়াল বলেন, "এত বছর ধরে লাদাখের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করেছে কাশ্মীর । আমি লাদাখের জনগণের তরফে কেন্দ্রকে এই সিদ্ধান্তের জন্য স্বাগত জানাচ্ছি ।"
নমগয়াল আরও বলেন, "দীর্ঘ সময় ধরে কাশ্মীরের শোষণে আমাদের থাকতে হয়েছে । লাদাখের মানুষ বহুদিন ধরে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার দাবি জানিয়ে এসেছে । আজকে সেই ঐতিহাসিক সিদ্ধান্তটি শেষ পর্যন্ত নেওয়া হল । এই সিদ্ধান্তের ফলে এখন লাদাখে উন্নয়ন আসবে ।"
আরও পড়ুন : সতর্কতামূলক ব্যবস্থা, আটক মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা