বেঙ্গালুরু, 13 অক্টোবর : কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রীর আপ্তসহায়কের ঝুুলন্ত দেহ উদ্ধার ৷ প্রাথমিক তদন্তে অনুমান, বেঙ্গালুরুতে আত্মহত্যা করেছেন রমেশ নামে ওই ব্যক্তি ৷ সম্প্রতি রাজ্যের বেশ কংগ্রেস নেতার বাড়িতে তল্লাশি চালায় আয়কর-দপ্তর ৷ তার পরই এই ঘটনা ৷
বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের জ্ঞানভারতী ক্যাম্পাসের একটি গাছে রমেশের (40) ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ৷ বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি ৷ বলেছিলেন জি পরমেশ্বরের বাড়িতে যাচ্ছেন ৷ বাড়ি থেকে বেরোনের তিন ঘণ্টা পরই দেহ উদ্ধার হয় তাঁর ৷
সম্প্রতি কর্নাটক মেডিক্যাল কলেজে ভরতি নিয়ে একটি আর্থিক কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসে ৷ আয়কর-দপ্তর শিক্ষা-প্রতিষ্ঠানগুলিতেও তল্লাশি চালায় ৷ এছাড়াও পরমেশ্বর ও কংগ্রেস নেতা জালাপ্পার অন্যান্য স্থাবর সম্পত্তিতেও তল্লাশি চালায় আয়করদপ্তরের আধিকারিকরা ৷ প্রায় 300 কোটির কাছাকাছি হিসাব বহির্ভূত সম্পত্তি রয়েছে তাঁদের ৷ 60 ঘণ্টা তল্লাশি চালানোর পর গতকাল গহনা ও টাকা উদ্ধার হয় ৷ যার মূল্য প্রায় 10 কোটি টাকা ৷ কর্নাটক এবং রাজস্থানের 32টি জায়াগায় তল্লাশি চালায় আধিকারিকরা ৷ তারা পরমেশ্বরের কলেজের কিছু নকল পাস-বইও খুঁজে পায় ৷