পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হুমকির জেরে পদত্যাগ করেছে বিক্ষুব্ধ বিধায়করা, বলছেন কর্নাটক বিধানসভার অধ্যক্ষ - bjp

বিধায়কদের ইস্তফা নিয়ে সিদ্ধান্তের জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইলেন কর্নাটক বিধানসভার অধ্যক্ষ রমেশ কুমার ।

রমেশ কুমার

By

Published : Jul 11, 2019, 9:42 PM IST

Updated : Jul 11, 2019, 11:26 PM IST

বেঙ্গালুরু, 11 জুলাই : সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কর্নাটকের কংগ্রেস-JD(S)-এর বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফাপত্র জমা নিলেন অধ্যক্ষ । অবশ্য বিধায়কদের ইস্তফা নিয়ে সিদ্ধান্তের জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইলেন কর্নাটক বিধানসভার অধ্যক্ষ রমেশ কুমার ।

আজ এক মামলার প্রেক্ষিতে কর্নাটকের বিক্ষুব্ধ বিধায়কদের অধ্যক্ষের কাছে গিয়ে ইস্তফা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে । স্পিকারের সিদ্ধান্ত আগামীকাল শোনার কথা সুপ্রিম কোর্টের । তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আদালতের কাছে বাড়তি সময় চাইলেন অধ্যক্ষ ।

সাংবাদিক বৈঠক করে অধ্যক্ষ রমেশ কুমার বলেন, "আমি ইস্তফাপত্র গ্রহণ করেছি । ইস্তফাপত্রগুলি খতিয়ে দেখার জন্য সময় লাগবে ।" তিনি আরও বলেন, "বিধায়করা আমাকে বলেন যে হুমকির জেরে তাঁরা পদত্যাগ করতে বাধ্য হচ্ছে । আমি ওঁদের জিজ্ঞাসা করি, এরকম হলে আমার কাছে এল না কেন ? আমি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতাম । বিধায়কদের সঙ্গে বৈঠক আমি রেকর্ড করে রেখেছি । আদালতকে তা জমা দেব ।"

রমেশ কুমার আরও বলেন, "6 জুলাই, আমি দুপুর দেড়টা পর্যন্ত চেম্বারে ছিলাম । বিধায়করা আসেন দুপুর 2টোয় । তাঁরা আগে থেকে কোনও অ্যাপয়েন্টমেন্টও নেননি । সুতরাং তাঁরা আসবে শুনেই পালিয়ে গেছি, এটা মিথ্যা । আমি ততক্ষণ অফিসেই ছিলাম এবং তারপর আমি ব্যক্তিগত কাজে বেরোই । তার আগে কোনও বিধায়ক আমার কাছে আসেননি ।" এরপর তিনি বলেন, "এর জেরে সবাই মনে করছে আমি একজন খারাপ মানুষ । প্লিজ় আমাকে একটু শান্তিতে মরতে দিন ।"

অধ্যক্ষ তাঁদের ইস্তফা না নেওয়ায় গতকালই সুপ্রিম কোর্টে যান বিক্ষুব্ধ বিধায়করা । সুপ্রিম কোর্টে আবেদন করেন, তাঁদের ইস্তফাপত্র অবিলম্বে গ্রহণ করুক অধ্যক্ষ । সেই মামলার প্রেক্ষিতে বিক্ষুব্ধ বিধায়কদের স্পিকারের কাছে গিয়ে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ।

Last Updated : Jul 11, 2019, 11:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details