পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের ইয়েদুরাপ্পার হাতেই কি কর্নাটকের ভার ? - বিএস ইয়েদুরাপ্পা

ফের কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা ?

ফের ইয়েদুরাপ্পার হাতেই কি কর্নাটকের ভার ?

By

Published : Jul 24, 2019, 8:49 AM IST

Updated : Jul 24, 2019, 11:21 AM IST

বেঙ্গালুরু, 24 জুলাই : সংকট কবে কাটবে, তা নিয়ে অপেক্ষায় ছিল গোটা দেশ ৷ তিন সপ্তাহ ধরে বিধানসভায় একের পর এক বিতর্ক পেরিয়ে গতকাল সন্ধ্যার আস্থাভোটে যবনিকা পতন ৷ কর্নাটক বিধানসভায় আস্থাভোটে হারেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ৷ কুমারস্বামী সরকারের পতনের সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন উঠছে, কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? অবশ্য একটা নামই এখন পর্যন্ত উঠে আসছে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে । তিনি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ৷

গতকাল কুমারস্বামীর পক্ষে ভোট পড়েছে 99টি, বিপক্ষে 105টি ৷ কংগ্রেস-JDS জোটের 14 মাসের সরকারের পতনকে কর্মের ফল বলেই উল্লেখ করেছে BJP ৷ গতকাল রাতেই কুমারস্বামী পদত্যাগপত্র রাজ্যপালকে জমা দেওয়ার পরই ইয়েদুরাপ্পা আবেদন করতে চলেছেন পরবর্তী সরকার গড়ার ৷

সরকার গঠনের জন্য রাজ্যপালকে আবেদন জানানোর আগে প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দলের সভাপতি অমিত শাহের সঙ্গে কথা বলবেন ইয়েদুরাপ্পা ৷ কথা হবে জেপি নাড্ডার সঙ্গেও । আজ পরিষদীয় দলের বৈঠকে বসবে BJP ৷ এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে কার হাতে যেতে চলেছে মুখ্যমন্ত্রীর ব্যাটন ৷

আরও পড়ুন : 4 দিনের নাটক শেষে পতন 14 মাসের সরকারের, আস্থা হারিয়ে পদত্যাগ কুমারস্বামীর

কর্নাটকে 2018 সালে বিধানসভা নির্বাচনের পর BJP-কে রুখতে কংগ্রেস ও JDS জোট তৈরি করে । সর্ববৃহৎ দল হিসেবে BJP সরকার গড়লেও, কংগ্রেস-JDS-এর মিলিত শক্তির কাছে হার মানতে বাধ্য হয়েছিল । তারপর JDS-এর কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী বেছে নিয়ে জোট সরকার গড়ে তুলেছিল কংগ্রেস । মাত্র 14 মাসের মধ্যে গদি হারাল জোট সরকার ৷

কুমারস্বামী ইস্তফা দিয়ে নিজেকে ''সবচেয়ে সুখী মানুষ'' ঘোষণার পর ইয়েদুরাপ্পা বলেন, ''এবার কন্নড়ভূমি নতুন এক অধ্যায়ের সূচনা দেখতে পাবে৷ '' যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে BJP মুখ্যমন্ত্রী পদে কারও নাম ঘোষণা করেননি ৷ তবে দৌড়ে যে ইয়েদুরাপ্পা এগিয়ে তা স্পষ্ট ৷ তবে অন্য একটি বিষয়ও উঠে আসছে ৷ তা ইয়েদুরাপ্পার বয়স ৷ তিনি এখন 76 ৷ কিন্তু, 75 বছরের বেশি বয়স্ক কোনও ব্যক্তিকে নির্বাচনে না দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ তাই মুখ্যমন্ত্রী হওয়ার পথে ইয়েদুরাপ্পার বয়স বাধা হয়ে দাঁড়াবে কি না, সেটাই প্রশ্ন ৷

এদিকে দলত্যাগ আইনে ‘বিদ্রোহী’ বিধায়কদের বিধায়ক পদ খারিজের জন্য আগেই আবেদন করেছিল কুমারস্বামী সরকার। কুমারস্বামী সরকারের মন্ত্রী ছিলেন নির্দল বিধায়ক এইচ নাগেশ ও আর শঙ্কর। নির্দল বিধায়ক আর শঙ্করের বিরুদ্ধেও দলত্যাগ আইন প্রয়োগের আর্জি জানানো হয়েছে। ‘বিদ্রোহী’ বিধায়কদের বিধায়ক পদ খারিজ হলে, তাঁদের পুনর্নির্বাচিত হয়ে আসতে হবে। তখনই তাঁরা মন্ত্রিসভার অংশ হতে পারবেন ৷

Last Updated : Jul 24, 2019, 11:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details