বেঙ্গালুরু, 28 এপ্রিল : COBRA ব্যাটেলিয়নের এক কমান্ডোর সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী । কিছুদিন আগেই পুলিশ ওই জওয়ানকে গ্রেপ্তার করে বলে জানা গেছে ।
CRPF -এর অধীনে থাকা COBRA -র 207 নম্বর ব্যাটেলিয়নের এক কমান্ডোকে লকডাউন অমান্য করার অভিযোগে বেলাগভি জেলা থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় । অভিযোগ ওঠে, গ্রেপ্তারির সময় তিনি তাঁর বাড়ির সামনে বাইক ধুচ্ছিলেন । পুলিশ এসে হঠাৎই লকডাউন ভাঙার অভিযোগ তুলে তাঁকে গ্রেপ্তার করে । তাঁকে বিনা জিজ্ঞাসাবাদেই খালি পায়ে পুলিশ স্টেশনে নিয়ে যান সাদালগা থানার পুলিশ আধিকারিকরা । থানায় তাঁকে চেইন দিয়ে বেঁধে রাখা হয় । যার ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় । এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় ।