বেঙ্গালুরু, 14 মে: কোরোনা সংক্রমণ রোধে দেশে জারি রয়েছে লকডাউন । দেশের অর্থনীতি বিপর্যস্ত । আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কম্পানিগুলি । আর্থিক সংকটের মুখে প্রতিটি রাজ্য সরকার । এরই মধ্যে বেতন কাটছাঁট হবে কি না তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে কর্নাটকের সরকারি কর্মীদের কপালে । তবে এই মুহূর্তে এই নিয়ে অযথা চিন্তা ও উদ্বেগের কোনও কারণ নেই বলে জানিয়ে দিল কর্নাটক সরকার ।
চিন্তার কারণ নেই, বেতন কাটার গুঞ্জন উড়িয়ে বলল কর্নাটক সরকার - bengaluru
মন্ত্রী এস সুরেশকুমার জানিয়েছেন, বর্তমানে প্রত্যেক কর্মীকে এপ্রিল মাসের বেতন দেওয়া হয়েছে । এখন মে মাসের সবে অর্ধেক হয়েছে । এখনও অনেক সময় আছে । এই মাসের বেতনও পাবেন কর্মচারীরা । বারবার বলা হয়েছে চিন্তার কোনও কারণ নেই ।
COVID-19 সংক্রণের জেরে লকডাউনের কারণে আর্থিক সংকটের মুখে কর্নাটক সরকারও । আর্থিক ঘাটতি পূরণ করতে কর্মীদের মাইনে কাটছাঁট করা হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছিল । আর এই কারণেই উদ্বেগ বাড়ে কর্মীদের মধ্যে । এই বিষয় রাজ্যের মন্ত্রী এস সুরেশ কুমার জানিয়েছেন, বর্তমানে প্রত্যেক কর্মীকে এপ্রিল মাসের বেতন দেওয়া হয়েছে । এখন মে মাসের সবে অর্ধেক হয়েছে । এখনও অনেক সময় আছে । এই মাসের বেতনও পাবেন কর্মচারীরা । বারবার বলা হয়েছে, চিন্তার কোনও কারণ নেই ।"
মন্ত্রী আরও জানিয়েছেন, কর্মীদের বেতন নিশ্চিত করার পাশাপাশি সরকারের তরফে কোরোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যু রোধে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে । এইরকম সংকটময় পরিস্থিতিতেও সরকার কর্মীদের এপ্রিল মাসের বেতন দেওয়ার কথা নিশ্চিত করেছিল । সম্প্রতি রাজ্যের অর্থনৈতিক দপ্তরের তরফে জানানো হয়েছে, অগ্রাধিকারের নিরিখে সরকার এই মুহূর্তে অর্থ ব্যয় করবে ।