বিজয়পুরা, 20 জুলাই : বাইক ছোঁয়ায় এক ব্যক্তিকে বেধড়ক মারধর করলেন কয়েকজন ৷ কর্নাটকের বিজয়পুরার ঘটনা ৷ ওই ঘটনার ভিডিয়ো প্রকাশ হতেই সমালোচনায় সরব হয়েছেন অনেকেই ৷ শনিবার ওই ব্যক্তিকে মারধর করা হয় । ঘটনায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি ৷
উঁচু জাতের বাইক ছোঁয়ায় ব্যক্তিকে অর্ধনগ্ন করে গণপিটুনি কর্নাটকে - Family Beaten Allegedly For Touching Bike
আক্রান্ত ব্যক্তি 13 জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ৷
![উঁচু জাতের বাইক ছোঁয়ায় ব্যক্তিকে অর্ধনগ্ন করে গণপিটুনি কর্নাটকে Karnataka Dalit Man Stripped](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8095791-thumbnail-3x2-kar.jpg)
ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে বেধড়ক মারধর করছেন কয়েকজন ৷ তাঁর জামা-কাপড় ছিঁড়ে ফেলা হয় ৷ ওই ব্যক্তির পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ ৷ পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরু থেকে 530 কিলোমিটার দূরে ওই ঘটনাটি ঘটে ৷ আক্রান্ত ব্যক্তির অভিযোগ, তিনি ভুল করে একজনের বাইক ছুঁয়ে ফেলেছিলেন ৷ এর জেরে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করেন কয়েকজন ৷ এই ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি ৷
তালিকোটের পুলিশ আধিকারিক অনুপম আগরওয়াল জানান, ‘‘আক্রান্ত ব্যক্তি মিনাজি গ্রামের বাসিন্দা ৷ তিনি ভুল করে একজনের বাইক ছুঁয়ে ফেলেছিলেন ৷ যাঁদের বাইক ছুঁয়েছিলেন তাঁরা নিজেদের সমাজের উঁচু স্তরের বলে দাবি করেছেন ৷ তপশিলি জাতি ও উপজাতি আইন এবং ভারতীয় দণ্ডবিধির 143, 147, 324, 354, 504, 506, 149 ধারা অনুযায়ী 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷’’