পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্নাটকের বিক্ষুব্ধ বিধায়কদের স্পিকারের কাছে ইস্তফা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের - delhi

কর্নাটকের বিক্ষুব্ধ বিধায়কদের স্পিকারের কাছে গিয়ে ইস্তফা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ।

সুপ্রিম কোর্ট

By

Published : Jul 11, 2019, 5:47 PM IST

দিল্লি, 11 জুলাই : বেঙ্গালুরু থেকে মুম্বই হয়ে একেবারে সুপ্রিম কোর্টে পৌঁছেছে কর্নাটকের সমস্যা । স্পিকার রমেশ কুমারের বিরুদ্ধে অসাংবিধানিক কাজের অভিযোগ এনে বিক্ষুব্ধ বিধায়করা গিয়েছিলেন সুপ্রিম কোর্টে । সেই মামলার প্রেক্ষিতে বিক্ষুব্ধ বিধায়কদের স্পিকারের কাছে গিয়ে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ।

একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষকে শীর্ষ আদালতের নির্দেশ, আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে । স্পিকারের সিদ্ধান্ত আগামীকাল শুনবে সুপ্রিম কোর্ট ।

স্পিকার তাঁদের ইস্তফা গ্রহণ না করায় গতকালই সুপ্রিম কোর্টে যান বিদ্রোহী বিধায়করা । সুপ্রিম কোর্টে আবেদন করেন, তাঁদের ইস্তফাপত্র অবিলম্বে গ্রহণ করুক স্পিকার ।

এর আগে একপ্রস্থ নাটক হয়েছে মুম্বইয়ের হোটেলে । বিক্ষুব্ধ বিধায়কদের বুঝিয়ে ঘরে ফেরানোর চেষ্টা করতে ও বিধায়কদের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার । সেখানে পৌঁছালেই পুলিশের বাধার মুখে পড়েন তিনি । স্লোগান ওঠে, "শিবকুমার গো ব্যাক" ।

শিবকুমারকে পুলিশ বাধা দিলে তিনি বলেন, হোটেলে তাঁর ঘর বুক করা সত্ত্বেও পুলিশ তাঁকে ঢুকতে বাধা দিচ্ছে । সারা দিন অপেক্ষা করবেন বলেও জানান তিনি । হোটেলে তাঁর কয়েকজন বন্ধুদের সঙ্গে দেখা করে কফি খাবেন, পুলিশকে এই কথা বলেও বোঝানোর চেষ্টা করেন । কিন্তু পুলিশ পালটা তাঁকে জানিয়ে দেয়, কিছুতেই হোটেলে ঢুকতে দেওয়া হবে না। প্রয়োজনে পাশেই একটা গেস্ট হাউজ়ের ব্যবস্থা করে দেওয়া হবে তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details