দিল্লি, 17 জুলাই : আজ কর্নাটকের 'বিদ্রোহী' বিধায়কদের মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট । গতকাল এ বিষয়ে রায় শোনানোর কথা ছিল । কিন্তু, গতকাল চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয় ।
গতকাল আদালতে তাদের পদত্যাগপত্র গৃহীত হওয়ার বিষয়ে সওয়াল করেন কর্নাটকের বিক্ষুব্ধ বিধায়কদের আইনজীবী মুকুল রোহতগি ৷ তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, বিধায়কদের ইস্তফা গৃহীত হবে কি না, তা আদালত স্পিকারকে বলে দিতে পারে না । তবুও এই বিষয়ে শীর্ষ আদালতের আজকের রায়ের দিকে তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল ৷ বিধায়করা যদি বিধানসভায় না যেতে চান, তাহলে স্পিকার তাঁদের জোর করতে পারেন না বলেও জানানো হয় ।
বিতর্ক শুরু হয়েছিল বেশ কিছু দিন আগেই । পদত্যাগ করেছিলেন কংগ্রেস ও (JDS) জোটের বেশ কয়েকজন বিধায়ক। কর্নাটক বিধানসভার অধ্যক্ষ সেই পদত্যাগপত্র গ্রহণ না করায় শুরু হয় বিতর্ক । বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ।