পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্নাটকে আস্থা ভোট আজ, বিধানসভায় রাত কাটিয়ে প্রাতঃভ্রমণে BJP বিধায়করা - HD Kumaraswamy

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে কুমারস্বামী সরকার ? আজ আস্থা ভোট কর্নাটক বিধানসভায়

অবশেষে আজ আস্থা ভোট কন্নড়ভূমিতে

By

Published : Jul 19, 2019, 8:28 AM IST

Updated : Jul 19, 2019, 9:03 AM IST

বেঙ্গালুরু, 19 জুলাই : অবশেষে আজ আস্থা ভোট কন্নড়ভূমিতে । বিধানসভার কক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ভার মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর উপরে । এদিকে, আজ সকাল থেকেই খানিকটা হালকা মেজাজে দেখা গেল BJP বিধায়কদের । প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছেন ভোর হতেই । তবে বিধানসভা চত্বরেই । আসলে আজ অধিবেশন বেলা 11টা পর্যন্ত মুলতুবি থাকার প্রতিবাদে গতকাল বিধানসভা কক্ষেই যে রাত কাটিয়েছেন BJP বিধায়করা।

অনেক আগেই রাজ্যপাল বাজুভাই বালার চিঠি পৌঁছে গেছিল কুমারস্বামীর কাছে । তিনি লিখেছিলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে কুমারস্বামী সরকার । গতকাল রাত 12টার মধ্যে আস্থাভোট পর্ব শেষ করতে স্পিকারকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল । কিন্তু সেই প্রস্তাব অগ্রাহ্য করে ব্যাপক হট্টগোলের মধ্যে আজ বেলা 11টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় বিধানসভার অধিবেশন। রাতে মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল নির্দেশ দেন, শুক্রবার (আজ) বেলা দেড়টার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ।

এদিকে, বিধানসভাতেই রাত কাটান BJP বিধায়করা । বি এস ইয়েদুরাপ্পা ও BJP বিধায়করা গতকাল রাতে বেশ কিছুক্ষণ বৈঠকও করেন বিধানসভায় । স্থির হয়, আস্থা ভোট শেষ না হওয়া পর্যন্ত তাঁরা এখানেই থাকবেন । এরপর বিধানসভাতেই নৈশভোজ সেরে গায়ে চাদর দিয়ে মাটিতে বিছানা করে বিধানসভার মধ্যেই ঘুমিয়ে পড়েন ইয়েদুরাপ্পা । অন্য পুরুষ বিধায়কদেরও দেখা যায় কক্ষেই চাদর পেতে ঘুমিয়ে পড়তে । তবে মহিলা বিধায়করা রাত 9টা পর্যন্ত বিধানসভায় ছিলেন ।

কর্নাটকে পদত্যাগ করা বিধায়কদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু স্পিকারের হাতেই রয়েছে । এ ব্যাপারে আদালত কোনও নির্দেশ দিতে পারে না । এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালতের নির্দেশ মতো কোনও বিদ্রোহী বিধায়কদেই আস্থা ভোট দানে জোর করা যাবে না । তাই আজ অনেকটাই দায়িত্ব স্পিকার কে আর রমেশ কুমারের উপরেই । রায়ের ব্যাপারে কোনও মন্তব্য না করলেও কুমারস্বামী বলেন, BJP ইচ্ছাকৃতভাবে সরকারে অচলাবস্থা তৈরির চেষ্টা করছে । ইতিমধ্যেই কুমারস্বামী হুঁশিয়ারি দিয়েছেন, দলের কোনও বিধায়ক আস্থা ভোটে উপস্থিত না থাকলে বা দলের বিরুদ্ধে ভোট দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে । অন্যদিকে, ইয়েদুরাপ্পা পালটা দাবি করেন, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, কারণ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে জোট সরকার ।

কংগ্রেস ও JD(S)-এর 16 বিধায়ক ইস্তফা দিয়েছেন । এবং দু’জন নির্দল সমর্থন প্রত্যাহারের ফলে এখনও অস্থিরতা রয়েছে কর্নাটক বিধানসভায় । বিদ্রোহী বিধায়কদের ইস্তফাপত্র গৃহীত হলে বা তাঁরা আস্থাভোটে অংশগ্রহণ না করলে, জোট সরকারের বিধায়ক সংখ্যা 118 থেকে কমে হবে 100 । অন্য দিকে, BJP-কে সমর্থনকারী বিধায়কের সংখ্যা হবে 107 । ম্যাজিক ফিগার 105 হওয়ায় সরকার গড়ার জন্য BJP-র পাল্লাই ভারী হবে ।

Last Updated : Jul 19, 2019, 9:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details