পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী ও তাঁর মেয়ে - কোরোনায় আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী

সুস্থ থাকলেও চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে ভরতি হয়েছেন ৷ টুইট করে একথা জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ৷

Yediyurappa
বি এস ইয়েদুরাপ্পা

By

Published : Aug 3, 2020, 2:31 AM IST

Updated : Aug 3, 2020, 8:48 AM IST

বেঙ্গালুরু, 3 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ৷ রবিবার রাতে টুইট করে নিজেই একথা জানিয়েছেন ৷ সোমবার তাঁর মেয়ের রিপোর্টও কোরোনা পজ়িটিভ আসে।

টুইটারে কর্নাটকের মুখ্যমন্ত্রী লেখেন, "আমি সুস্থ রয়েছি ৷ তবে চিকিৎসকদের পরামর্শ মেনে সাবধানতা অবলম্বনের জন্য হাসপাতালে ভরতি হয়েছি ৷ সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, সবাইকে অনুরোধ যে কোয়ারানটিনে থাকুন ৷ " পরে আজ সকালে তাঁর মেয়েও কোরোনায় আক্রান্ত বলে জানা যায়। বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত কয়েক সপ্তাহে কর্নাটকেও কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৷ রাজ্যের মধ্যে সবচেয়ে সংক্রমিত হল বেঙ্গালুরু আরবান জেলা ৷ রবিবারও এই জেলায় 2105 জন আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 21 জনের ৷ রাজ্যের মোট আক্রান্তের প্রায় 50 শতাংশ শুধু রাজধানী বেঙ্গালুরুর ৷ এখনও পর্যন্ত বেঙ্গালুরুতে কোরোনা আক্রান্ত হয়েছেন 59,501 জন ৷ আর মৃতের সংখ্যা 1,077 ৷ দক্ষিণ ভারতের এই রাজ্যে মোট আক্রান্ত প্রায় 1 লাখ 34 হাজার ৷

এই সংক্রান্ত খবর : কোরোনায় আক্রান্ত অমিত শাহ

বছর সাতাত্তরের ইয়েদুরাপ্পার আগে গত সপ্তাহে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কোরোনায় আক্রান্ত হন ৷ তারপর থেকে হাসপাতালে রয়েছেন ৷ গতকাল টুইট করে শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, এখন তিনি ভালো আছেন ৷ আবার গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোরোনায় আক্রান্ত হয়ে গুরুগ্রামের হাসপাতালে ভরতি হয়েছেন ৷ কোরোনায় আক্রান্ত হয়ে গতকাল মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে একমাত্র মহিলা ক্যাবিনেট মন্ত্রী কমল রানি বরুণের ৷

Last Updated : Aug 3, 2020, 8:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details