পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

20 এপ্রিলের পর 2 চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা নয় : ইয়েদুরাপ্পা - কোরোনাভাইরাস

শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা বলেন, ‘‘20 এপ্রিলের পর দুই চাকার যান চলাচলে থাকবে না কোনও নিষেধাজ্ঞা ৷ তাদের কোনও পাসও দেখাতে হবে না ৷’’

B S yeddyurappa
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা

By

Published : Apr 18, 2020, 8:52 PM IST

বেঙ্গালুরু, 18 এপ্রিল: লকডাউন না উঠলেও 20 এপ্রিল থেকে দুই চাকার যান চলাচলে থাকবে না কোনও প্রকার নিষেধাজ্ঞা, এমনটাই জানালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ৷ তিনি জানান, সংক্রমিত ও তার পার্শ্ববর্তী এলাকা ছাড়া রাজ্যের বাকি স্থানে দুই চাকার যান চলাচলে থাকবে না কোনও নিষেধাজ্ঞা ৷ দেখাতে হবে না কোনও পাস বা বিশেষ অনুমতিপত্রও ৷

আজ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, ‘‘ সংক্রমিত এলাকাগুলি, যেখানে কোরোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, সেইসব এলাকাগুলিতে সম্পূর্ণ লকডাউন থাকবে ৷ সরকারের তরফ থেকে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রতিটি মানুষের বাড়ির দোরগোড়ায় পৌছে দেওয়া হবে, যাতে তাদের বাড়ি থেকে বেরোতে না হয় ৷’’

তিনি আরও জানান, ‘‘সরকার ইতিমধ্যেই হটস্পট সংলগ্ন এলাকাগুলিতে একজন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা কোনও শীর্ষ আধিকারিককে নিয়োগ করা হবে ৷ তিনি ওই নির্দিষ্ট এলাকার যাবতীয় দায়িত্ব পালন করবেন ৷’’ কোরোনা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক কাজে সুবিধার জন্য বেঙ্গালুরু শহর, গ্রামীণ ও রামনগরকে একটি জেলা হিসাবেই ধরা হবে ৷

বাইক চলাচলে ছাড় দিলেও লকডাউনের নিয়মবিধি শিথিল করা হবে না ৷ লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা ৷

ইয়েদুরাপ্পা জানান, ‘‘কর্নাটকের আটটি জেলা হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে, বেঙ্গালুরুতে 32টি এলাকাকে হটস্পট সংলগ্ন এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷’’ তবে 20 এপ্রিলের পর থেকে বাড়ি তৈরি ও সরকারি কাজে যোগ দেওয়া যাবে বলে জানিয়েছে সরকার ৷ তথ্যপ্রযুক্তি সংস্থার 33 শতাংশ কর্মীদের কাজে যোগ দেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে ৷ তবে জেলার বাইরে যাওয়া যাবে না এবং সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details