দিল্লি, 5 মে : "লড়াই শেষ। কর্মফলের জন্য অপেক্ষা করুন । আপনার নিজস্ব চিন্তাভাবনা আমার বাবার নামে চালানোর চেষ্টা করে বাঁচতে পারবেন না। আমার তরফ থেকে আপনাকে প্রচুর ভালোবাসা ও আন্তরিকতা ।" নরেন্দ্র মোদিকে পালটা আক্রমণ করলেন রাহুল গান্ধি ।
গতকাল বোফর্স দুর্নীতির অভিযোগ তুলে রাজীব গান্ধিকে এক নাম্বার দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেছিলেন মোদি । রাহুলের উদ্দেশে বলেছিলেন, "আপনার বাবার স্বচ্ছ (মিস্টার ক্লিন) ভাবমূর্তি ছিল কিন্তু পরবর্তীতে এক নম্বর দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।"