পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কমল নাথ

নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের জন্য গত সপ্তাহে কমল নাথকে সতর্ক করেছিল নির্বাচন কমিশন । কিন্তু তিনি তা মানেননি বলে জানানো হয়েছে কমিশনের তরফে ।

Kamal nath moves to SC against EC over star campaigner issue
নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কমল নাথ

By

Published : Oct 31, 2020, 10:31 PM IST

ভোপাল, 31 অক্টোবর : মধ্যপ্রদেশে 28টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন কংগ্রেস নেতা কমল নাথ । এই অভিযোগে নির্বাচন কমিশন তাঁর তারকা প্রচারক তকমা ফিরিয়ে নেয় । গোটা ঘটনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ।

প্রবীণ আইনজীবী এবং কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বিবেক তনখা জানান, “বিভিন্ন ইশুতে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । এই বিষয়ে দ্রুত শুনানির আবেদন করেছেন তিনি । অ্যাডভোকেট বরুণ চোপড়ার মাধ্যমে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়েছে ।” এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানায়, “মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজনৈতিক নেতা কমল নাথ ক্রমাগত নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন । এই বিষয়ে তাঁঁকে সতর্ক করা হলেও তিনি তা মানেননি । সেজন্য তাঁঁর স্টার ক্যাম্পেনারের তকমা ফিরিয়ে নেওয়া হচ্ছে । এরপর থেকে কমল নাথ নির্বাচন সংক্রান্ত যে সমস্ত প্রচার করবেন, তার সমস্ত খরচা যে কেন্দ্রে তিনি যাচ্ছেন সেখানকার প্রার্থী করবেন ।”

সাধারণত কোনও হেভিওয়েট নেতা প্রচারে গেলে তাঁঁর সমস্ত খরচ বহন করে দল । অন্য নেতারা প্রচারে গেলে তাঁঁর খরচ দেন সংশ্লিষ্ট প্রার্থী । এই ঘটনায় মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ‘মাফিয়া’ এবং ‘দুর্নীতিগ্রস্ত’ বলে কমলনাথ যে উক্তি করেছিলেন তার উদাহরণ দিয়েছে কমিশন । গত সপ্তাহে এই বিষয়ে কমলনাথকে সতর্ক করেছিল কমিশন ।

ABOUT THE AUTHOR

...view details