দিল্লি, 20 ডিসেম্বর : বিহারে জাতীয় নাগরিকপঞ্জি (NRC) হতে না দেওয়ার ইঙ্গিত দিলেন নীতীশ কুমার ৷ দেশজুড়ে NRC ও নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 -এর প্রতিবাদের মুখে নীতীশ কুমারের এই ইঙ্গিত তাঁদের জোটসঙ্গী BJP-কে আরও চাপে ফেলল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷
আজ NRC ও নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিহারের মুখ্যমন্ত্রী বললেন, "কেন NRC ? " এই মন্তব্যেই NRC প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দিলেন নীতীশ কুমার ৷
ইতিপূর্বে NRC প্রসঙ্গে জনতা দল (সংযুক্ত) কী ভাবছে সেই বিষয়ে মুখ খুলেছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও JD(U) নেতা প্রশান্ত কিশোর ৷ 14 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রশান্ত কিশোর সাংবাদিকদের জানিয়েছিলেন, "নীতীশ কুমার আশ্বস্ত করেছেন বিহারে NRC হবে না ৷" আজ এই "কেন NRC ?" প্রশ্নে কার্যত প্রশান্ত কিশোরের সেই মন্তব্যকেই সিলমোহর দিলেন নীতীশ ৷
আরও পড়ুন : উত্তপ্ত দিল্লি, গাড়িতে আগুন ; জলকামান পুলিশের
প্রশান্ত কিশোর জানিয়েছেন, "নীতীশ কুমার প্রথমে জাতীয় নাগরিকপঞ্জির সমর্থন করেছিলেন ৷ কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে নতুন আইনের (নাগরিকত্ব সংশোধনী আইন, 2019) সঙ্গে মিশে জাতীয় নাগরিকপঞ্জি সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হতে পারে ৷ " এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন তোলপাড় দেশের বিভিন্ন প্রান্ত, পড়ুয়াদের উপর পুলিশি হামলা নিয়ে যখন BJP-র দিকে প্রশ্ন তুলছে বিভিন্ন নাগরিকমঞ্চ, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে জোটসঙ্গীর থেকে এই ইঙ্গিত যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷