ভুবনেশ্বর, 21 সেপ্টেম্বর : 2021 সালের মধ্যেই দেশীয় রকেটে চেপে মহাকাশে পাঠানো হবে ভারতীয় মহাকাশচারীকে ৷ আর সেই মিশন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আজ IIT ভুবনেশ্বরের সমাবর্তন অনুষ্ঠানে এসে একথা বলেন ISRO-র চেয়ারম্যান কে সিভান ৷
বিশ্বের প্রথম দেশে হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করেছিল চন্দ্রযান-2 এর ল্যান্ডার বিক্রম ৷ কিন্তু, চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র 2.1 কিলোমিটার আগেই ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ISRO-র ৷ তবে তাতেও মিশনের লক্ষ্যমাত্রার 98 শতাংশ পূরণ হয়েছে বলে জানান ISRO-র চেয়ারম্যান ৷ ভুবনেশ্বর বিমানবন্দরে তিনি বলেন, "দুটো কারণে আমরা বলছি 98শতাংশ সাফল্য লাভ করেছে চন্দ্রযান 2 ৷ এক হল বিজ্ঞান ও দ্বিতীয়ত প্রযুক্তিগত ব্যাখ্যা ৷ প্রযুক্তিগত ব্যাখ্যার ক্ষেত্রে সাফল্যের হার প্রায় পুরো ৷"