দিল্লি, 10 মার্চ : কিছুক্ষণ আগেই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন দলের অন্যতম নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া । মধ্যপ্রদেশ সরকারে যাবতীয় সমীকরণ এবার বদলানোর পথে । এমন সময় দলের একসময়ের বিশ্বস্ত নেতাকে কটাক্ষ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরি । বললেন, "মন্ত্রিত্বেরপ্রলোভনেই দল ছাড়লেন সিন্ধিয়া ।" মধ্যপ্রদেশে তাঁদের সরকার আর টিকবে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অধীর ।
অধীররঞ্জন চৌধুরি বলেন, "জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দলে অনেক শীর্ষ পদের দায়িত্ব সামলেছেন । শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন । নরেন্দ্র মোদির কাছে থেকে মন্ত্রিত্বেরপ্রস্তাব পাওয়ার পর হয়তো এই কাজ করলেন । আমরা জানি কয়েক দশক ধরে তাঁর পরিবার BJP-র সঙ্গে যুক্ত । কিন্তু তবুও এটি বড় ক্ষতি ।"