দিল্লি, ১৯ মার্চ : দেশের প্রথম লোকপাল হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ তাঁর নিয়োগে স্বাক্ষর করেন।
দেশের প্রথম লোকপাল হলেন পিনাকী চন্দ্র ঘোষ - Justice Pinaki Chandra Ghose
প্রথম লোকপাল হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ।
![দেশের প্রথম লোকপাল হলেন পিনাকী চন্দ্র ঘোষ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2740477-717-885b72d0-0e73-49ff-a044-9647474cb40c.jpg)
পিনাকী চন্দ্র ঘোষ
আজ পিনাকী চন্দ্র ঘোষকে দেশের প্রথম লোকপাল ঘোষণা করেন রাষ্ট্রপতি। লোকপালের সদস্যদেরও নিয়োগ করেন রাষ্ট্রপতি। এদের মধ্যে চারজন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তাঁরা হলেন, বিচারপতি দিলীপ বি ভোঁসলে, বিচারপতি পি কে মোহান্তি, বিচারপতি অভিলাষা কুমারী ও বিচারপতি এ কে ত্রিপাঠী।
অন্যদিকে, লোকপালের সদস্যদের বাকি চারজন হলেন প্রাক্তন আমলা। এরা হলেন, দিনেশ কুমার জৈন, অর্চনা রামাসুন্দরম, মহেন্দর সিং ও আই পি গৌতম।