পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রতিহিংসা চরিতার্থ করলে বিচারব্যবস্থার চরিত্রহানি ঘটে : প্রধান বিচারপতি - প্রধান বিচারপতি

বিচারব্যবস্থা যদি প্রতিহিংসা পরায়ণ হয় তাহলে তার চরিত্রহানি হবে ৷ বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে ৷

SA Bobde
বোবদে

By

Published : Dec 7, 2019, 5:56 PM IST

Updated : Dec 7, 2019, 6:45 PM IST

যোধপুর, 7 ডিসেম্বর : বিচার কখনও তাৎক্ষণিক হতে পারে না ৷ বিচারব্যবস্থা যদি প্রতিহিংসা পরায়ণ হয় তাহলে তার চরিত্রহানি হবে ৷ বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে ৷ আজ যোধপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি ৷ সেখানেই এই কথা বলেন ৷

অনুষ্ঠানে শরদ অরবিন্দ বোবদে বলেন, "বিচার কখনও তাৎক্ষণিক হওয়া উচিত নয় ৷ প্রতিহিংসার মনোভাব থেকে কখনও ন্যায় বিচার আসতে পারে না ৷ প্রতিহিংসা চরিতার্থ করলে বিচারের চরিত্রহানি ঘটবে ৷ তবে এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে বিচার প্রক্রিয়ায় সংশোধনের প্রয়োজন রয়েছে ৷"

হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ করে খুনের ঘটনায় গতকাল পুলিশি এনকাউন্টারে চার অভিযুক্তের মৃত্যু হয় ৷ হায়দরাবাদ পুলিশের তরফে জানানো হয়, অভিযুক্তরা তাদের বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে ৷ ঠিক সেসময় এনকাউন্টার করা হয় ৷ হায়দরাবাদ পুলিশের এই ভূমিকার প্রশংসা করেন অনেকেই ৷ তবে মানবাধিকার সংগঠনগুলি এই এনকাউন্টারের নিন্দা করে ৷ ঠিক এই পরিস্থিতিতে সামনে এল দেশের প্রধান বিচারপতির বক্তব্য ৷

Last Updated : Dec 7, 2019, 6:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details