পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জাস্টিস ফর দিশা : জেরায় ফাঁস হায়দরাবাদ পশু চিকিৎসককে ধর্ষণের ছক - Hyderabad rape and murder case

সন্ধ্যা 6টা নাগাদ তারা ওই যুবতিকে প্রথম লক্ষ্য করেছিল ৷ যুবতি লরির পাশে তার স্কুটারটি রেখে নিকটবর্তী একটি ডাক্তারখানায় ঢুকছিল ৷ প্রথমে নবীন ওই যুবতির স্কুটারের টায়ার পাঞ্চার করে দেয় ৷ এরপর রাত প্রায় 9টা নাগাদ তারা লরিটি এগিয়ে নিয়ে পাঁচ কিলোমিটার দূরে থোণ্ডাপাল্লি জংশনের কাছে অপেক্ষা করতে থাকে ৷ রাত 9টা 18 নাগাদ যুবতি ডাক্তারখানা থেকে বেরিয়ে লক্ষ্য করে স্কুটারের একটি টায়ার পাঞ্চার ৷

justice for disha
জাস্টিস ফর দিশা

By

Published : Dec 1, 2019, 11:29 PM IST

হায়দারাবাদ, 1 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ ৷ তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এদিনের এই জঘন্য অপরাধের জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা চালু করার কথা বলেন ৷ পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথাও বলেন ৷ এদিকে আজ সাইবারাবাদ থানার কমিশনার ভি সি সজ্জনার সুপারিশ করেছেন ধর্ষিতা ওই যুবতির নামের পরিবর্তে 'জাস্টিস ফর দিশা' উল্লেখ করার জন্য ৷ ধর্ষিতার পরিবারের তরফেও এই সুপারিশ মেনে নেওয়া হয়েছে বলে কমিশনার সূত্রে জানানো হয়েছে ৷

ঘটনায় অভিযুক্ত সন্দেহে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ধৃত ওই চার যুবকের নাম মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন এবং চিন্তকুন্ত চেন্নকেশাভুলু ৷ মহম্মদ আরিফকে (25) এই জঘন্য অপরাধের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ ৷ ধৃতদের বয়ান থেকে উঠে এসেছে এই জঘন্য ঘটনা পরম্পরা ৷

কীভাবে ছক কষেছিল নারকীয় এই ঘটনার?

পুলিশি জেরায় অভিযুক্তরা জানিয়েছে কীভাবে তারা এই জঘন্য অপরাধের ছক কষেছিল ৷ 27 নভেম্বর বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ বেশ কিছু মদের বোতল কিনেছিল ৷ অভিযুক্তরা শামসাবাদ টোল প্লাজ়ার কাছে লরির কেবিনে বসে মদ খাচ্ছিল ৷ কিছু সময় পরে সন্ধ্যা 6টা নাগাদ তারা ওই যুবতিকে প্রথম লক্ষ্য করেছিল ৷ যুবতি লরির পাশে তার স্কুটারটি রেখে নিকটবর্তী একটি ডাক্তারখানায় প্রবেশ করে ৷

ঠিক এই সময়েই নারকীয় ধর্ষণের ঘটনার ছক কষে অভিযুক্তরা ৷ প্রথমেই নবীন ওই যুবতির স্কুটারের টায়ার পাঞ্চার করে দেয় ৷ এরপর রাত প্রায় 9টা নাগাদ তারা লরিটি এগিয়ে নিয়ে পাঁচ কিলোমিটার দূরে থোণ্ডাপল্লি জংশনের কাছে অপেক্ষা করছিল ৷ রাত 9টা 18 নাগাদ যুবতি ডাক্তারখানা থেকে বেরিয়ে দেখেন স্কুটারের একটি টায়ার পাঞ্চার ৷

সাড়ে 9টা নাগাদ শিবা ওই যুবতিকে সাহায্যের অছিলায় এগিয়ে আসে ৷ যুবতির যাতে কোনও সন্দেহ না হয় সেই কারণে নিকটবর্তী কোনও গাড়ি মেরামতের দোকানের খোঁজে কিছুক্ষণের জন্য এলাকা থেকে আড়ালে চলে যায় শিবা ৷ কিছু সময় পরে ফিরে এসে সে জানায় গাড়ি মেরামতের সমস্ত দোকান বন্ধ ৷

আরও বলুন :স্কুটির চাকার হাওয়া ছেড়ে সাহায্যের বাহানা, ধর্ষণের পর যুবতির গায়ে পেট্রল

এরপর তারা চড়াও হয় ওই যুবতির উপর ৷ টেনেহিঁচড়ে লরির পাশে একটি সুনসান জায়গায় নিয়ে যায় ৷ নবীন দিশার (নাম পরিবর্তিত) মোবাইল কেড়ে বন্ধ করে দেয় ৷ যুবতিকে জোর করে মদ খাইয়ে দেয় অভিযুক্ত ওই চারজন ৷ এরপরই নৃশংসভাবে তাঁকে গণধর্ষণ করা হয় ৷ অচেতন হয়ে পড়েন তিনি ৷

আরও বলুন :হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণে অভিযুক্তদের 14 দিনের বিচারবিভাগীয় হেপাজত

জ্ঞান ফিরলে আর্তনাদ শুরু করেন নির্যাতিতা ৷ এরপরই ধর্ষিতা চিকিৎসককে খুন করার পরিকল্পনা করে আরিফ, শিবা, নবীন, এবং চিন্তকুন্ত ৷ আরিফ নির্যাতিতার নাক মুখ বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করে তাকে ৷ তথ্য লোপাট করার জন্য নবীন ধর্ষিতার মোবাইল, ঘড়ি আর পাওয়ার ব্যাঙ্ক হাতিয়ে নেয় ৷ এলাকা থেকে সরানো হয় ধর্ষিতার স্কুটারও ৷ তারপর মৃত ওই যুবতির দেহ লরিতে ফেলে চম্পট দেয় তারা ৷

পরে শিবা বেশ কয়েক বোতল পেট্রোল কিনে আনে ৷ চেতনপল্লিতে 44 নম্বর জাতীয় সড়কের ছোটো একটি সেতুর নীচে ধর্ষিতার দেহে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় অভিযুক্তরা ৷ পুলিশি জেরায় উঠে এসেছে এমনই হাড়হিম করা তথ্য ৷

ABOUT THE AUTHOR

...view details