পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মানুষ কংগ্রেস নেতাদের জুতোপেটা করবে : রাজ্যপাল - Congress

মানুষ কংগ্রেস নেতাদের জুতোপেটা করবে বলে মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ।

সত্যপাল মালিক

By

Published : Aug 28, 2019, 10:01 PM IST

Updated : Aug 28, 2019, 10:24 PM IST

শ্রীনগর, 28 অগাস্ট : আর্টিকেল 370 নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করছে না কংগ্রেস । তাই, কংগ্রেস নেতাদের জুতোপেটা করবে সাধারণ মানুষ । আজ এই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক ।

আজ সাংবাদিক বৈঠকে সত্যপাল বলেন, "জম্মু কাশ্মীর নিয়ে কংগ্রেস তাদের অবস্থান পরিষ্কার করছে না । তাই, সাধারণ মানুষই তাদের ডেকে পাঠাবে । জুতোপেটা করবে ।"

এই সংক্রান্ত আরও খবর :জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা

কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে কটাক্ষ করে তিনি বলেন, "জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার নিয়ে ওর আচরণ 'রাজনৈতিকভাবে অপরিপক্কতার' পরিচয় দেয় । আমি ওর সঙ্গে কথাই বলতে চাই না । ও নামজাদা পরিবারের সন্তান । কিন্তু, রাজনৈতিকভাবে অপরিপক্ক । তাই, তো রাষ্ট্রসংঘের কাছে পাকিস্তানের দেওয়া চিঠিতে ওর নাম উল্লেখ রয়েছে ।"

এই সংক্রান্ত আরও খবর :কাশ্মীরিদের জীবন মূল্যবান, 2 মাসেই 50 হাজার চাকরি : রাজ্যপাল

Last Updated : Aug 28, 2019, 10:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details