দিল্লি, 4 অক্টোবর: এগিয়ে আসছে বিহার নির্বাচন । নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড)-র সঙ্গে জোট বেঁধে গদি দখল করতে চাইছে BJP । এই অবস্থায় আজ বিহারের BJP নেতাদের সঙ্গে বৈঠকে করলেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । নাড্ডার বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয় । বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের BJP ইন-চার্জ ভূপেন্দ্র যাদব, বিহারের নির্বাচন ইন-চার্জ দেবেন্দ্র ফড়নবিশ , বিহারের BJP সভাপতি সঞ্জয় জয়সওয়াল, সুশীল মোদিসহ অন্যরা ।
বিহারের BJP নেতাদের নিয়ে বৈঠক জে পি নাড্ডার - LJP
বিহার নির্বাচনের দিন এগিয়ে আসছে । দলের রণকৌশল নিয়ে আলোচনা করতে বিহারের BJP নেতাদের সঙ্গে বৈঠক করলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । বিহারের উপ-মুখমন্ত্রী সুশীল মোদি, স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই এবং বিহারের BJP-র ইনচার্জ ভূপেন্দ্র যাদব বৈঠকে উপস্থিত ছিলেন ।
BJP ও JD(U)-এর মধ্যে আসন ভাগাভাগির বিষয়ে খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে । মোট আসনের অর্ধেক করে বণ্টিত হবে দুই দলের মধ্যে । আশা করা হচ্ছে আজকে সন্ধের মধ্যেই আসন ভাগাভাগির বিষয়টি ঘোষণা করা হবে ।
এদিকে LJP-এর সঙ্গে JD(U) নেতা নীতীশ কুমারের যে দূরত্ব তৈরি হয়েছে তা কিছুদিন আগেই স্পষ্ট হয়েছিল LJP নেতা রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ানের একটি মন্তব্যে । JD(U) সূত্রে খবর, 50-50 আসন ভাগাভাগি হবে JDU ও BJP-র মধ্যে । 28 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত তিন দফায় হবে বিহার নির্বাচন ।