পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গাজ়িয়াবাদে দুষ্কৃতীদের গুলিতে জখম সাংবাদিকের মৃত্যু - মৃত্যু হল সাংবাদিক বিক্রম জোশির

মৃত্যু হল সাংবাদিক বিক্রম জোশির । একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ।

gaziabad
gaziabad

By

Published : Jul 22, 2020, 6:46 AM IST

Updated : Jul 22, 2020, 7:31 AM IST

দিল্লি, 22জুলাই : সোমবার রাতে তাঁর উপর হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা । তাঁর মাথায় গুলি লাগে । আর আজ গাজ়িয়াবাদের হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল সাংবাদিক বিক্রম জোশির ।

সোমবার রাত সাড়ে 10টা নাগাদ বিক্রম জোশির উপর হামলা চালায় দুষ্কৃতীরা । গাজ়িয়াবাদের বিজয় নগর এলাকার একটি রাস্তার CCTV ফুটেজে দেখা যায়, দুই মেয়ের সঙ্গে বাইকে ছিলেন বিক্রম ৷ এক দল দুষ্কৃতী বাইকটি ঘিরে ফেলে ৷ তারপর তাঁকে ধাক্কা দেওয়ার পাশাপাশি মারতেও থাকে ৷ বাইকটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দুই শিশুকে পালিয়ে যেতে দেখা যায় ৷ তাঁকে দুষ্কৃতীরা টেনে হিঁচড়ে একটি গাড়ির সামনে নিয়ে আসে ৷ এরপরই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । ঘটনাস্থান থেকে পালানোর আগে ফের তাঁকে ধাক্কা দেয় ৷

মাথায় গুলি লাগায় গুরুতর জখম হন বিক্রম । গাজ়িয়াবাদেরই একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল । আজ তাঁর মৃত্যু হয় ।

গাজ়িয়াবাদে মেয়ের সামনে সাংবাদিককে গুলি, প্রকাশ্যে CCTV ফুটেজ

কিন্তু কেন এই হামলা ? এনিয়ে কয়েকটি তথ্য সামনে এসেছে । কয়েকদিন আগে বিক্রমের ভাইঝিকে কয়েকজন হেনস্থা করেছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তিনি । তার প্রতিশোধেই বিক্রমের উপর এই হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের । এই ঘটনায় এখনও পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । এই হামলার পিছনে আরও কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে ।

Last Updated : Jul 22, 2020, 7:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details