পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

যোগীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট ও সম্প্রচারের অভিযোগ, গ্রেফতার 3 সাংবাদিক - delhi

যোগী আদিত্যনাথের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট ও সম্প্রচার করার অভিযোগে তিন সাংবাদিককে গ্রেপ্তার করল পুলিশ ।

journalist

By

Published : Jun 9, 2019, 2:07 PM IST

দিল্লি, 9 জুন : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক মহিলার করা অভিযোগের ভিডিয়ো পোস্ট ও সেই মহিলার বক্তব্য সম্প্রচার করার অভিযোগে এক সাংবাদিক ও একটি বেসরকারি নিউজ চ্যানেলের প্রধান ও মুখ্য সম্পাদককে গ্রেপ্তার করল পুলিশ।

গতকাল সন্ধ্যায় দিল্লির ফ্রিলান্স সাংবাদিক প্রশান্ত কনোজিয়াকে দিল্লি থেকে আটক করে লখনউ নিয়ে যায় উত্তর প্রদেশ পুলিশ। সেখান তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়।

ফেসবুক ও টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছিল প্রশান্ত। সেখানে দেখা যায় যোগী আদিত্যনাথের দপ্তরের বাইরে এক মহিলা সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিচ্ছেন। প্রতিক্রিয়ায় সেই মহিলা দাবি করেন তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।

মানহানি ও জনসমক্ষে বিভ্রান্ত ছড়ানোর জন্য সংবাদ পরিবেশনের অভিযোগে 3 সাংবাদিককে তথ্য আইনে গ্রেপ্তার করা হয়েছে । কানোজিয়া IIMC ও মুম্বই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী । তিনি একাধিক সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ।

এদিকে কানোজিয়া যে মহিলার ভিডিয়ো পোস্ট করেন সেই মহিলাকে বিতর্ক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল নেশন লাইভ চ্যানেল । সরাসরি বিতর্ক অনুষ্ঠানের সম্প্রচার হয়। সেখানে ওই মহিলা যোগী আদিত্যনাথের বিষয়ে মানহানিকর মন্তব্য করেন বলে অভিযোগ । তথ্য যাচাই না করে এই মহিলার মন্তব্য সম্প্রচার করার অভিযোগে গতকাল সন্ধ্যায় নেশন লাইভ চ্যানেলের প্রধান ঈশিকা সিং ও মুখ্য সম্পাদক অনুজ শুক্লাকে গ্রেপ্তার করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details