পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাজ নেই, বাড়ি ফিরতে হেঁটে নদী পার লুধিয়ানার পরিযায়ী শ্রমিকদের - পরিযায়ী শ্রমিক

লকডাউনের ফলে লুধিয়ানায় বন্ধ বহু কল-কারখানা ৷ ফলে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরা ৷

jobless migrant labourers in ludhiana
লুধিয়ানায় কর্মহীন শ্রমিক

By

Published : May 17, 2020, 7:53 PM IST

লুধিয়ানা, 17 মে : লকডাউনে কাজ চলে গিয়েছে ৷ কী খাবেন জানেন না ৷ বাধ্য হয়ে পরিবার নিয়ে একের পর এক শ্রমিক পঞ্জাবের লুধিয়ানা ছাড়ছেন ৷ কেউ হেঁটে, আবার কেউ নদী পার করে নিজেদের রাজ্যের দিকে এগিয়ে চলেছেন ৷

দেশজুড়ে লকডাউন চলছে প্রায় দু’মাস ধরে ৷ যার জেরে কাজ হারিয়েছেন অনেক পরিযায়ী শ্রমিক ৷ মাস মাইনে নেই ৷ জমানো পুঁজিও শেষ হয়ে আসছে ধীরে ধীরে ৷ বাড়ি ভাড়া দিতে পারছেন না ৷ নিজে কী খাবেন আর পরিবারের মুখে কী তুলে দেবেন জানেন না ৷ এই পরিস্থিতিতে একপ্রকার বাধ্য হয়ে লুধিয়ানা ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা ৷ এরকমই একজন পরিযায়ী শ্রমিক বিজয় কুমার ৷ উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা বিজয় লুধিয়ানার একটি কাপড়ের কারখানায় কাজ করেন ৷ লকডাউনের জেরে কারখানা বন্ধ ৷ একমাস বেতন পাননি বিজয় ৷ সবদিক ভেবে এক হাজার কিলোমিটার দূরে নিজের বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেন ৷

লকডাউনের পর থেকে পরিযায়ী শ্রমিকদের রাজ্যের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করে ৷ বিজয় সিদ্ধান্ত নেন লুধিয়ানার বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে নিজের রাজ্যে পৌঁছে যাবেন ৷ সেইমতো রওনা দেন ৷ আম্বালা পৌঁছতে হরিয়ানা-পঞ্জাব সীমান্তে ঘগ্গর নদী পার করতে হয় ৷ বিজয় ও তাঁর পরিবার শনিবার সকালে ঘগ্গর নদী হেঁটে পার করেন ৷

বিজয়ের মতো বহু শ্রমিক একইভাবে ঘগ্গর নদী পার করে লুধিয়ানা ছাড়ছেন ৷ আম্বালার ডেপুটি কমিশনার অশোক শর্মা জানিয়েছেন, ‘‘আম্বালা থেকে বাস ও ট্রেনে করে বহু পরিযায়ী শ্রমিককে বিহার ও উত্তরপ্রদেশে পাঠিয়েছে প্রশাসন ৷ যাঁরা হরিয়ানায় আসছেন তাঁদের শেল্টারে রাখা হচ্ছে ৷’’ কোনও রাজ্য শ্রমিকদের নিতে রাজি হলে তবেই ছাড়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ৷ তবে অনেকেই বাড়ি ফিরতে ট্রেন বা বাসের জন্য বুকিং করতে পারছেন না ৷ শুধু ঘগ্গর নয়, যমুনা নদীও পারাপার করছেন শ্রমিকরা ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে লুধিয়ানা প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details