পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

JNU হস্টেলে বর্ধিত ফি প্রত্যাহারের নির্দেশ দিল্লি হাইকোর্টের - old fees stucture

হস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদে তিন মাস ধরে আন্দোলন চালাচ্ছে JNUSU । বিশ্ববিদ্যালয়ের তরফে কমিটি গড়ে সমাধান বের করার চেষ্টা করা হলেও মেলেনি সমাধান সূত্র । সরকারের তরফে বর্ধিত ফি-র 10 শতাংশ কমানোর পরও আন্দোলন থামেনি । অবশেষে আদালতে জয় পেল JNU-র ছাত্র সংগঠন ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Jan 24, 2020, 9:01 PM IST

দিল্লি, 24 জানুয়ারি : দিল্লি হাইকোর্টে জয় পেল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ । বর্ধিত ফি নিয়ে তাদের দায়ের করা মামলার শুনানিতে আজ দিল্লি আদালত নির্দেশ দিল- পুরানো নিয়মে বা পুরানো হারেই উইন্টার সেমেস্টাররের রেজিস্ট্রেশন করতে দিতে হবে । যার জন্য আগামী সপ্তাহ পর্যন্ত সময় পাবেন পড়ুয়ারা । তার জন্য কোনও লেট ফি তাঁদের দিতে হবে না ।

হস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদে গত তিন মাস ধরে আন্দোলন চালাচ্ছে JNUSU । বিশ্ববিদ্যালয়ের তরফে কমিটি গড়ে সমাধান বের করার চেষ্টা করা হলেও মেলেনি সমাধান সূত্র । সরকারের তরফে বর্ধিত ফি-র 10 শতাংশ কমানোর পরও আন্দোলন থামেনি ।

ছাত্র সংসদের তরফে আইনজীবী আদালতে বলেন, পরিষেবা তুলে নেওয়ার ভয় দেখিয়ে বিশ্ববিদ্যালয় বর্ধিত ফি দিয়েই রেজিস্ট্রেশন করতে বাধ্য করেছিল পড়ুয়াদের । যাতে প্রায় 90 শতাংশ পড়ুয়াই ভয় পায় এবং বর্ধিত ফি দিয়ে রেজিস্ট্রেশন করেন ।

আজকের শুনানিতে সরকারের পক্ষে আইনজীবী পিঙ্কি আনন্দ এই 90 শতাংশ পড়ুয়ার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার বিষয়টিই তুলে বলেন, 90 শতাংশ পড়ুয়ার রেজিস্ট্রেশনের পর পুরানো ফি কার্যকর করার দাবির কোনও যৌক্তিকতা নেই । যার পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজীব শাদকর বলেন, পড়ুয়াদের কোনও উপায় না থাকলে তাঁরা করবেন কী । পাশাপাশি তিনি জানান, পড়ুয়াদের কীভাবে অনুদান দেওয়া যায় তা সরকারকেই ঠিক করতে হবে । শিক্ষাক্ষেত্র থেকে কোনওদিন সরকার বেরিয়ে যেতে পারে না । ছাত্রদের সঙ্গে কথা বলেই এই সমস্যার সমাধান সূত্র বের করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত ।

বিচারক বর্ধিত ফি দিতে হবে না জানানোর পরই JNUSU-র তরফে আইনজীবী অখিল সিবল দাবি করেন, বর্ধিত ফি অনুযায়ী যাঁরা রেজিস্ট্রেশন করেছিলেন তাঁদের অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হোক । পরিষেবা তুলে নেওয়ার ভয় দেখিয়ে বিশ্ববিদ্যালয় বর্ধিত ফি দিয়েই রেজিস্ট্রেশন করতে বাধ্য করেছিল পড়ুয়াদের । যাতে প্রায় 90 শতাংশ পড়ুয়াই ভয় পায় এবং বর্ধিত ফি দিয়ে রেজিস্ট্রেশন করেন । পুরানো ফি-ই পরে জারি থাকায় যাঁরা অতিরিক্ত টাকা দিয়েছিলেন তাঁদের টাকা ফেরত দেওয়া হোক । না হয়, অন্য ব্যবস্থা করুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details