দিল্লি, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর হামলার জন্য ABVP ও RSS-কে দায়ি করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ ৷ গতকাল ঐশীও আক্রান্ত হয়েছিলেন ৷ ভরতি ছিলেন হাসপাতালে ৷ আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সাংবাদিকদের মুখোমুখি হন ৷ জানান, গতকাল লোহার রড ও হাতুড়ি নিয়ে এসেছিল দুষ্কৃতীরা ৷ তাঁর কথায়, " "ABVP ও RSS-এর গুন্ডারা গতরাতে সংগঠিতভাবে হামলা চালায় বিশ্ববিদ্যালয় চত্বরে ৷ JNU আমাদের নিজেদের বাড়ি ৷ RSS চাইলেও আমাদের JNU থেকে দূরে সরাতে পারবে না ৷ "
গতকাল তাঁদের উপর আক্রমণ হলেও প্রতিহিংসার পথে যেতে চান না তাঁরা ৷ আলোচনা ও বিতর্কের মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষপাতি ৷ জানিয়েছেন ঐশী ৷ বলেন, "JNU-এর সংস্কৃতি রডের সংস্কৃতি নয় ৷ প্রতিটা রডের জবাব দেওয়া হবে ৷ তবে বিতর্ক আর আলোচনার মাধ্যমে ৷ JNU -র সংস্কৃতি এত সহজে নষ্ট করা যাবে না ৷ JNU তার গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখবে ৷ "