দিল্লি, 9 জুন : হস্টেলে থাকা ছাত্র-ছাত্রীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করা হল দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে।
হস্টেলের স্বাস্থ্য কেন্দ্রের এক ফার্মাসিস্ট কোরোনা আক্রান্ত হওয়ার পরই ছাত্র-ছাত্রীদের বাড়ি ফিরে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি সার্কুলার জারি করা হয়। এর আগে গত মাসেও যেসকল ছাত্র-ছাত্রী হস্টেলে রয়েছেন, তাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল বিশ্ববিদ্যালয় তরফ থেকে ।
বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়, কোরোনা পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রক ও দিল্লি সরকারের গাইডলাইন অনুযায়ী সমস্ত সুরক্ষা বিধি পালন করা হচ্ছে, তবুও এই কঠিন সময়ে নিজের বাড়ির থেকে সুরক্ষিত আর কোনও স্থান নেই ।
বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক সুধীর প্রতাপ সিং সার্কুলারে জানান, " বর্তমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি কবে খুলবে, তার দিনক্ষণ স্থির হয়নি এবং 15 আগস্ট অবধি তা পিছিয়ে যেতে পারে। দিল্লিতে ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে যে সকল ছাত্র-ছাত্রী হস্টেলে রয়েছে, তাদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। "
পাশাপাশি, যে সকল ছাত্র-ছাত্রী বাড়ি ফিরে গেছেন, তাদের ইউনিভার্সিটি না খোলা অবধি ফিরে না আসার নির্দেশ দেওয়া হয়েছে।