পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পড়ুয়াদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের - দিল্লি

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক ফার্মাসিস্ট কোরোনা আক্রান্ত হওয়ার পরই হস্টেলে থাকা ছাত্র-ছাত্রীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করা হল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। পাশাপাশি, যাঁরা বাড়ি ফিরে গেছেন, বিশ্ববিদ্যালয় না খোলা অবধি তাঁরা যেন ফিরে না আসেন, সেই অনুরোধও করা হয়েছে।

JNU
JNU

By

Published : Jun 9, 2020, 12:07 PM IST

দিল্লি, 9 জুন : হস্টেলে থাকা ছাত্র-ছাত্রীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করা হল দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে।

হস্টেলের স্বাস্থ্য কেন্দ্রের এক ফার্মাসিস্ট কোরোনা আক্রান্ত হওয়ার পরই ছাত্র-ছাত্রীদের বাড়ি ফিরে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি সার্কুলার জারি করা হয়। এর আগে গত মাসেও যেসকল ছাত্র-ছাত্রী হস্টেলে রয়েছেন, তাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল বিশ্ববিদ্যালয় তরফ থেকে ।

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়, কোরোনা পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রক ও দিল্লি সরকারের গাইডলাইন অনুযায়ী সমস্ত সুরক্ষা বিধি পালন করা হচ্ছে, তবুও এই কঠিন সময়ে নিজের বাড়ির থেকে সুরক্ষিত আর কোনও স্থান নেই ।

বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক সুধীর প্রতাপ সিং সার্কুলারে জানান, " বর্তমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি কবে খুলবে, তার দিনক্ষণ স্থির হয়নি এবং 15 আগস্ট অবধি তা পিছিয়ে যেতে পারে। দিল্লিতে ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে যে সকল ছাত্র-ছাত্রী হস্টেলে রয়েছে, তাদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। "

পাশাপাশি, যে সকল ছাত্র-ছাত্রী বাড়ি ফিরে গেছেন, তাদের ইউনিভার্সিটি না খোলা অবধি ফিরে না আসার নির্দেশ দেওয়া হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details