পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রিপেড গ্রাহকদের বিনামূল্যে ডিজ়নি+হটস্টারের VIP সাবস্ক্রিপশন জিও-র - জিও

এবার এক বছরের জন্য বিনামূল্যে ডিজ়নি+হটস্টারের VIP সাবস্ক্রিপশন পাবেন জিও-র প্রিপেড গ্রাহকরা । এই অফারের সুবিধা পেতে প্রিপেড গ্রাহকদের ন্যূনতম 401 টাকায় রিচার্জ করাতে হবে ।

Reliance Jio offers
বিনামূল্যে ডিজ়নি+হটস্টারের VIP সাবস্ক্রিপশনের অফার জিও-র

By

Published : Jun 7, 2020, 6:15 PM IST

প্রিপেড গ্রাহকদেরবিনামূল্যে ডিজ়নি+হটস্টারেরVIPসাবস্ক্রিপশন জিও-র

দিল্লি, 7 জুন : অতিরিক্ত খরচ ছাড়াই এবার এক বছরের জন্য ডিজ়নি+হটস্টারের VIP সাবস্ক্রিপশন পাবেন জিও-র প্রিপেড গ্রাহকরা । আজ কম্পানির তরফেই এই অফারের কথা ঘোষণা করা হয় । এই অফারের সুবিধা পেতে প্রিপেড গ্রাহকদের ন্যূনতম 401 টাকায় রিচার্জ করাতে হবে । এখানে উল্লেখযোগ্য বিষয় হল, ডিজ়নি+হটস্টারের VIP সাবস্ক্রিপশনের এক বছরের খরচ 399 টাকা । আর সেখানে জিও-র প্রিপেড গ্রাহকরা 401 টাকায় রিচার্জ করালে যে সুবিধাগুলি সাধারণত পেয়ে থাকেন সেগুলো তো পাচ্ছেনই । পাশাপাশি একবছরের জন্য ডিজ়নি+হটস্টারের VIP সাবস্ক্রিপশন পাচ্ছেন ।

জিও তার এই অফারের যাবতীয় তথ্য আজ সোশাল মিডিয়ায় জানিয়েছেন । কিছুদিন আগে থেকেই এই অফারের প্রচার করছিল এই কম্পানি । ফলে জিও-র গ্রাহকরা এই অফার নিয়ে রীতিমতো উৎসাহিত । তবে, জিও প্রথম টেলিকম অপারেটর নয়, যে এই অফারটি দিয়েছে । এর আগেই এপ্রিলে এয়ারটেলও একই অফার দিয়েছে । সেক্ষেত্রেও 401 টাকা দিয়েই রিচার্জ করানোর কথা বলা হয়েছিল ।

কীভাবে বিনামূল্যে ডিজ়নি+হটস্টারের VIP সাবস্ক্রিপশন পাবেন জিও-তে ?

  • প্রক্রিয়া অত্যন্ত সহজ । প্রথমে নির্দিষ্ট টাকার রিচার্জ করাতে হবে আপনার জিও-র নম্বরে ।
  • 401 টাকার মাসিক রিচার্জ করালেই এই অফার পাওয়া যাবে । পাশাপাশি 2 হাজার 599 টাকার বার্ষিক রিচার্জ করালেও মিলবে এই অফারের সুবিধা । এই একই অফার 612 ও 1208 টাকা দিয়ে ডেটা ভাউচার রিচার্জ করালেও পাবেন গ্রাহকরা ।
  • নিজের পছন্দমতো প্ল্যান রিচার্জ করানোর পরই একবছরের জন্য ডিজ়নি+হটস্টারের VIP সাবস্ক্রিপশন সক্রিয় হয়ে যাবে ।
  • এই অফার শুধুমাত্র জিও-র প্রিপেড গ্রাহকদের জন্য প্রযোজ্য । তবে, তা কতদিনের জন্য সেবিষয়ে টেলিকম অপারেটরের তরফে পরিষ্কার করে জানানো হয়নি ।

401 টাকায় রিচার্জ করালে ডিজ়নি+হটস্টারের VIP সাবস্ক্রিপশন তো পাবেই গ্রাহকরা । পাশাপাশি এই রিচার্জ প্ল্যানের আওতায় যে সুবিধাগুলি সাধারণত গ্রাহকরা পেয়ে থাকেন সেগুলি হল-

  • প্রতিদিন 3 GB করে ডেটা
  • 6 GB অতিরিক্ত ডেটা
  • জিও থেকে জিও-তে আনলিমিটেড ফোন
  • জিও থেকে ল্যান্ডলাইনে আনলিমিটেড ফোন
  • জিও থেকে অন্যান্য মোবাইলে 1000 মিনিটের টকটাইম
  • প্রতিদিন 100 টা করে SMS

এক বছরের জন্য 2 হাজার 588 টাকা দিয়ে রিচার্জ করালে যে সুবিধাগুলি সাধারণত মেলে সেগুলি হল-

  • প্রতিদিন 2 GB করে ডেটা
  • 10 GB অতিরিক্ত ডেটা
  • জিও থেকে জিও-তে আনলিমিটেড ফোন
  • জিও থেকে ল্যান্ডলাইনে আনলিমিটেড ফোন
  • জিও থেকে অন্যান্য মোবাইলে 1000 মিনিটের টকটাইম
  • প্রতিদিন 100 টা করে SMS

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details