পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোটে অশান্তি, বুথের সামনে গুলিতে মৃত ব্যক্তি - ঝাড়খণ্ডে মোট 6066 ভোট কেন্দ্রে ঙোট হচ্ছে

আজ ঝাড়খণ্ডে দ্বিতীয় পর্যায়ের বিধানসভা ভোট । মোট 20টি আসনে ভোট হচ্ছে । ঝাড়খণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রী রঘুবর দাসের আজ ভাগ্য পরীক্ষা । ঝাড়খণ্ডে মোট 6066 ভোট কেন্দ্র । এর মধ্যে মাও অধ্যুষিত 949 কেন্দ্রকে সবচেয়ে বেশি স্পর্শকাতর এবং 762 কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে ।

Jharkhand 2nd phase vote
ঝাড়খণ্ডে দ্বিতীয় পর্যায়ের বিধানসভা ভোট

By

Published : Dec 7, 2019, 9:43 AM IST

Updated : Dec 7, 2019, 11:43 AM IST

জামসেদপুর, ৭ ডিসেম্বর : আজ ঝাড়খণ্ডে দ্বিতীয় পর্যায়ের বিধানসভা ভোট শুরু হয়েছে । ভোট চলাকালীন বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে । গুমলার সিসাই কেন্দ্রে একটি বুথের সামনে গুলি চলেছে । এই ঘটনায় 3 জন গুরুতর জখম হন । পরে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে । দুষ্কৃতীরা ব্লক প্রশাসনের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল ।


দ্বিতীয় দফায় 20টি আসনে ভোট হচ্ছে । আজ যে সমস্ত প্রার্থীর ভাগ্য পরীক্ষা হচ্ছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ঝাড়খণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রী রঘুবর দাস । জামসেদপুর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তিনি ভোটে লড়ছেন । এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী সরযূ রাই এবং গৌরব ভল্লভ । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ টুইট করে ঝাড়খণ্ডের জনগণকে ভোটদানে উৎসাহিত করেছেন ।

BJP দ্বিতীয় দফার ভোটে 20টি আসনের সবগুলিতেই প্রার্থী দিয়েছে । অন্যদিকে বিরোধী জোট ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) 14টি আসনে এবং কংগ্রেস 6টি আসনে প্রার্থী দিয়েছে । দ্বিতীয় দফার ভোটে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের মধ্যে রঘুবর দাস ছাড়াও উল্লেখযোগ্য হলেন ঝাড়খণ্ড বিধানসভার অধ্যক্ষ দিনেশ ওঁরাও, নগর উন্নয়ন মন্ত্রী নীলকান্ত সিং মুণ্ডা, জল সম্পদ উন্নয়ন মন্ত্রী রামচন্দ্র সাহিস, প্রাক্তন মন্ত্রী সরযূ রাই এবং রাজ্য BJP-র সভাপতি লক্ষ্মণ গিলুয়া ।

ঝাড়খণ্ডে দ্বিতীয় পর্যায়ের বিধানসভা ভোট

ঝাড়খণ্ডে 6066টি কেন্দ্রে ভোট হচ্ছে । এর মধ্যে মাওবাদি অধ্যুষিত এলাকায় 949টি কেন্দ্রকে সবচেয়ে বেশি স্পর্শকাতর এবং 762টি কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে । ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনয় কুমার চৌবে বলেন," মাও অধ্যুষিত অনেক এলাকায় ভোট হচ্ছে । সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে । "


আজ সকাল 7টা থেকে বিকেল 3টে পর্যন্ত 18টি আসনে ভোট হচ্ছে । জামসেদপুর পূর্ব ও জামসেদপুর পশ্চিম এই দুই কেন্দ্রে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট হবে । মোট 20টি আসনের মধ্যে 16টি আসন তপশিলি উপজাতি ও 1টি আসন তপসিলি প্রার্থীদের জন্য সংরক্ষিত । সকাল 9টা পর্যন্ত 13.3 শতাংশ ভোট পড়েছে ।

Last Updated : Dec 7, 2019, 11:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details