রাঁচি (ঝাড়খন্ড), 13 জুলাই : ঝাড়খণ্ডের একাধিক জায়গায় মাওবাদী গেরিলাদের হামলা । দুদিনের হামলায় একটি পাকা রাস্তা, একটি বনবাংলো ও 13টি গাড়ি পুড়িয়ে দেয় মাওবাদীরা ।
পুলিশ জানিয়েছে, সোমবার সকালে পশ্চিম সিংভূম জেলার খুঁটিপানি ব্লকের একটি রাস্তায় মাওবাদীরা বিস্ফোরণ ঘটায় । একটি পাকা রাস্তা ওড়ানোর জন্য তারা সিলিন্ডার বোমা ব্যবহার করে । বিস্ফোরণের পর রাস্তায় একটি বড় গর্ত তৈরি হয় ।