পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

18 ঘণ্টা পিটিয়ে, "জয়শ্রীরাম" বলিয়ে খুন ঝাড়খণ্ডে - জয় শ্রী রাম

মোটরবাইক চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারল জনতা । মৃতের নাম শামস তাবরেজ় । বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার সরাইকেলা-খরসোঁয়া এলাকার কারসোভাতে ।

মৃত শামস তাবরেজ়

By

Published : Jun 24, 2019, 4:29 AM IST

Updated : Jun 24, 2019, 7:18 AM IST

সরাইকেলা (ঝাড়খণ্ড), 24 জুন : মোটরবাইক চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারল জনতা । মৃতের নাম শামস তাবরেজ় । বয়স 24 ।

তাবরেজ়ের বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার সরাইকেলা-খরসোঁয়া এলাকার কারসোভাতে । জামশেদপুরে কাজ করত । মঙ্গলবার সন্ধ্যায় দুই বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল । বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে তাদের উপর হামলা হয় । একটি খুঁটির সঙ্গে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা চলে মারধর । জয়শ্রীরাম ও জয় হনুমান বলতে বাধ্য করা হয় । পরে পুলিশের হাতে তুলে দেয় জনতা । প্রাথমিক চিকিৎসার পর পুলিশ তাকে জেলা আদালতে তোলে । বিচারক তাবরেজ়ের জেলা হেপাজতের নির্দেশ দেন । শনিবার অসুস্থ অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় সদর হাসপাতাল । শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় বেসরকারি হাসপাতালে । গতকাল তার মৃত্যু হয় ।

তাবরেজ়ের পরিবার অবশ্য মৃত্যুর জন্য পুলিশকেও দুষছে । এক আত্মীয়ের কথায়, "পুলিশ প্রথমে চিকিৎসার ব্যবস্থাই করল না । রাতভর একজনকে ধরে মারা হল, কেউ বাঁচাতেও গেল না ।" কেন এই ঘটনা ? ওই আত্মীয় বলেন, "সেদিনই এলাকায় মোটরবাইক চুরি গেছিল । দুর্ভাগ্যক্রমে ওরাও সেখান দিয়েই যাচ্ছিল । তাই, গ্রামবাসীরা ওদের ধরে বেধড়ক মারধর শুরু করে । তাবরেজ়ের দুই বন্ধু কোনওক্রমে পালিয়ে বাঁচে । কিন্তু, তাবরেজ় পালাতে পারেনি । রাতভর মারধর করা হয় । পরদিন সকালে পুলিশের হাতে তুলে দেয় ।" ওই আত্মীয় আরও বলেন, "আমার দাদা সরাইকেলা পুলিশ স্টেশনে তাবরেজ়কে দেখতে গেছিল । কিন্তু, অফিসাররা দূর দূর করে তাড়িয়ে দেয় । বলে, "একটা চোরের সঙ্গে কথা বলতে এসেছে ? জেলে ভরে দেওয়ার হুমকিও দেওয়া হয় । আমাদের দেখার সুযোগটুকুও দেয়নি ।"

মারধর করা হচ্ছে তাবরেজ়কে

পুলিশ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে । তারা জানিয়েছে, তাবরেজ়কে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভরতি করা হয় । অবস্থার অবনতি হলে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানে তার মৃত্যু হয় ।

ঘটনায় একটি FIR দায়ের করেছে মৃতের পরিবার । পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা । যদিও পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ।

এদিকে, ঘটনাটি নিয়ে টুইট করেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি । তিনি লেখেন, 'এভাবে দেশজুড়ে গণপিটুনি চলছে ।' তাঁর প্রশ্ন, 'সন্দেহের বশে খুন আর কতদিন চলবে ?'

Last Updated : Jun 24, 2019, 7:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details