পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঝাড়খণ্ড কয়লা কেলেঙ্কারি 1999 - দিলীপ রে

1999 সালের 1 সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়-এর অনুমোদনে ব্রহ্মডিহা কয়লা ব্লকটি ওই সংস্থাকে ইশু করা হয় কয়লা মন্ত্রকের তরফে । দিলীপ রায় ছাড়াও আদালত এই মামলায় কয়লা মন্ত্রকের আরও দুই প্রাক্তন অধিকারিক প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় ও নিত্যানন্দ গৌতম এবং ক্যাসট্রন টেকনোলজিস লিমিটেডের প্রধান মহেন্দ্রকুমার আগারওয়ালকে দোষী সাব্যস্ত করে ।

Jharkhand coal scam 1999
Jharkhand coal scam 1999

By

Published : Oct 7, 2020, 9:24 PM IST

1999 সালের ঝাড়খণ্ড কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায় ।

অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন কয়লা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন দিলীপ রায় । 1999 সালে কয়লা ব্লক বণ্টনে অনিয়মের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ।

কেস :

অভিযোগ ছিল, ভারত সরকারের কয়লা মন্ত্রকের 14 তম স্ক্রিনিং কমিটির তরফে ঝাড়খণ্ডের গিরিডি জেলার 105.153 হেক্টর পরিত্যক্ত কয়লা খনি এলাকা বণ্টন করা হয়েছিল M/s. ক্যাসট্রন টেকনোলজিস লিমিটেডকে ।

কেলেঙ্কারি :

CBI যে চার্জশিট পেশ করেছিল তাতে বলা হয়েছিল, 1998 সালের মে মাসে ক্যাসট্রন টেকনোলজিস লিমিটেডের তরফে ব্রহ্মডিহা কয়লা ব্লক বরাদ্দের জন্য কয়লা মন্ত্রকে আবেদন জানানো হয়েছিল । যদিও কোল ইন্ডিয়া লিমিটেডের তরফে মন্ত্রককে জানানো হয়েছিল ওই এলাকায় খনন করা বিপজ্জনক হতে পারে । কারণ ওই খনি এলাকা অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে । ভিতরে জল জমে রয়েছে । 23 এপ্রিল, 1999 ফাইলটি ফের দিলীপ রায়ের অফিসে পাঠানো হয় । ওই বছর মে মাসের 12 তারিখ নতুন করে কয়লা মন্ত্রকে আবেদন জানায় ক্যাসট্রন টেকনোলজিস লিমিটেড । সংস্থার তরফে দ্রুততার সঙ্গে তাদের আবেদন বিবেচনা করার অনুরোধ করা হয় ।

1999 সালের 13 মে ওই আবেদনপত্রটি দিলীপ রায়ের অফিস থেকে তৎকালীন কেন্দ্রীয় কয়লা সচিবের কাছে পৌঁছায় পুনরায় বিষয়টি খতিয়ে দেখার জন্য । এরপর সেটি পাঠানো হয় অতিরিক্ত সচিব নিত্যানন্দ গৌতমের কাছে ।

সিবিআই অভিযোগ করেছে যে গৌতম তার আগের পর্যবেক্ষণ থেকে পুরোপুরি ইউ-টার্ন করেছেন, এর পরে স্ক্রিনিং কমিটি সিটিএলকে কয়লা ব্লক বরাদ্দের জন্য সুপারিশ করেছিল কয়লা মন্ত্রকের নির্দেশিকা শিথিল করার ক্ষেত্রে।

CBI -এর অভিযোগ অতিরিক্ত সচিব নিত্যানন্দ গৌতম সে সময় তাঁর পূর্ববর্তী পর্যবেক্ষণ থেকে 180 ডিগ্রি ঘুরে যান । আগে তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী স্ক্রিনিং কমিটির সুপারিশ ছিল, কয়লা ব্লক বণ্টন নির্ভর করছে কয়লা মন্ত্রকের নির্দেশিকা শিথিলের উপর ।

এর পর 1999 সালের 1 সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়ের অনুমোদনে ব্রহ্মডিহা কয়লা ব্লকটি ওই সংস্থাকে ইশু করা হয় কয়লা মন্ত্রকের তরফে । কিন্তু অভিযোগ, খনি খোলার অনুমতি না নিয়েই সেখানে অবৈধভাবে কয়লা উত্তোলনের কাজ শুরু করে দেয় ওই সংস্থা । দিলীপ অবশ্য সে সময়ে এ বিষয়ে তাঁর কী প্রতিক্রিয়া সে নিয়ে মুখ খোলেননি ।

দিলীপ ছাড়াও আদালত এই মামলায় কয়লা মন্ত্রকের আরও দুই প্রাক্তন অধিকারিক প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায় ও নিত্যানন্দ গৌতম এবং ক্যাসট্রন টেকনোলজিস লিমিটেডের প্রধান মহেন্দ্রকুমার আগারওয়ালকে দোষী সাব্যস্ত করে ।

দিলীপ রায় :

-কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায় বিজু জনতা দলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন । যদিও 2002 সালে তিনি দল ছেড়ে দেন ।

-ওই বছরই ওড়িশার কয়েকজন BJP বিধায়কের সহযোগিতায় নির্দল প্রার্থী হিসেবে রাজ্য সভার নির্বাচিত হন ।

-তিনি 2004 সালে কংগ্রেসে যোগ দেন । 2008 সালে কংগ্রেস ছেড়ে দেন ।

-2009 সালে BJP-তে যোগ দেন । 2014 সালে রৌরকেলা বিধানসভার বিধায়ক নির্বাচিত হন ।

-কয়লা কেলেঙ্কারিতে CBI-এর চার্জশিট পেশের পর 2018 সালে BJP ছেড়ে দেন ।

ABOUT THE AUTHOR

...view details