পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে মমতা, হেমন্তের শপথ-মঞ্চে বিরোধী ঐক্য মজবুতের ইঙ্গিত

আগামীকাল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন হেমন্ত সোরেন। ইতিমধ্যেই রাঁচি পৌঁছে গেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

ছবি
ছবি

By

Published : Dec 28, 2019, 10:19 PM IST

রাঁচি, 28 ডিসেম্বর : ঝাড়খণ্ডের মাটি থেকে BJP বিরোধিতার সুর । উপলক্ষ, নয়া মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠান । স্বাভাবিকভাবেই নেতৃত্বে সেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ সন্ধ্যায় ঝাড়খণ্ডে পৌঁছে যান তৃণমূল নেত্রী । তাঁকে স্বাগত জানিয়েছেন হেমন্ত ।

কাল শপথ অনুষ্ঠানে হাজির থাকার কথা রয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি, BSP প্রধান মায়াবতী । আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে । সব ঠিক থাকলে দেখা যেতে পারে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকে । খালি চোখে দেখলে যা নিঃসন্দেহে BJP বিরোধী ঐক্য মনে হতেই পারে ।

রাঁচিতে মমতা ও হেমন্ত সোরেন

প্রথমে কর্নাটক পরে হরিয়ানা এরপর মহারাষ্ট্র, এখন ঝাড়খণ্ড । কোথাও যেন মোদি-শাহ জুটির তাল কেটে যাওয়ার ছবিটা ধরা পড়ছে । ঠিক তখনই একবার গেরুয়া ঝড়কে আটকাতে ময়দানে বিরোধী শক্তি । ব্রিগেডের মাঠে বিরোধী ঐক্যের যে ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেখা গেছিল তা ফিরিয়ে আনতে সচেষ্ট তিনি ।

আজ হেমন্ত সোরেনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মমতা । দলীয় সূত্রে খবর, রাজনৈতিক বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্য কথা হয়েছে । কীভাবে আগামীদিনে বিরোধী জোটকে আরও মজবুত করা যায় এবং হেমন্ত সোরেনকে কীভাবে সামিল করা যায়, সে বিষয়েও কথা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details