পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে 17 টি আসনে চলছে ভোটগ্রহণ - jharkhand election

তৃতীয় দফায় ঝাড়খণ্ডের 81 টি বিধানসভা আসনের মধ্যে আজ  17 টি আসনে ভোটগ্রহণ চলছে । সকাল 7 টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে ।

image
ছবি

By

Published : Dec 12, 2019, 10:15 AM IST

Updated : Dec 12, 2019, 5:25 PM IST

রাঁচি, 12 ডিসেম্বর : ঝাড়খণ্ডের তৃতীয় দফার বিধানসভা নির্বাচন । সকাল 7 টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে । 81 টি বিধানসভা আসনের মধ্যে আজ 17 টি আসনে ভোটগ্রহণ চলছে । মোট 309 জন প্রার্থী লড়ছেন । এর মধ্যে 32 জন মহিলা প্রতিদ্বন্দ্বী রয়েছেন । দুটি SC ও একটি ST সংরক্ষিত আসন রয়েছে । এই দফার হেভিওয়েটা প্রার্থীরা হলেন সি পি সিং,রামচন্দ্র শাহি, নীরা যাদব । এছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি ও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

  • বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 61.19 শতাংশ ।
  • দুপুর 3টা পর্যন্ত ভোট পড়েছে 53.45 শতাংশ ।
  • দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 43.29 শতাংশ ।
  • সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 28.90 শতাংশ ।
  • সকাল 9 টা পর্যন্ত ভোট পড়েছে 13.05 শতাংশ ।
  • হাজারিবাগের ভোটকেন্দ্রে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও BJP সাংসদ জয়ন্ত সিনহা ।
  • বোকরাওর বুথে চলছে ভোটগ্রহণ ।
  • ছাতরার 82 নম্বর বুথে চলছে ভোটগ্রহণ ।
  • যুব সমাজকে ভোটদানের আহ্বান জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
  • সেন্ট অ্যান স্কুলের বুথে চলছে ভোটগ্রহণ ।
  • হাজারিবাগের একটি পোলিং বুথে চলছে প্রস্তুতি ।
  • রাঁচির সেন্ট অ্যান স্কুলের পোলিং বুথে চলছে তৃতীয় দফার প্রস্তুতি ।
Last Updated : Dec 12, 2019, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details