পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 30, 2019, 12:42 PM IST

ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে প্রথম দফার নির্বাচন শুরু , হামলা মাওবাদীদের

আজ সকাল থেকে প্রথম দফার বিধানসভা নির্বাচন শুরু হয়েছে ঝাড়খণ্ডে ৷ সকাল 11টা পর্যন্ত 27.41 শতাংশ ভোট পড়েছে ৷

jharkhand
jharkhand

রাঁচি, 30 নভেম্বর : আজ সকাল থেকে প্রথম দফার বিধানসভা নির্বাচন শুরু হয়েছে ঝাড়খণ্ডে ৷ 13টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন চলছে ৷ সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন চললেও বেলার দিকে বদলে যায় পরিস্থিতি ৷ গুমলা জেলার বিষ্ণুপুরে মাওবাদী হামলা হয় ৷ বিস্ফোরণে উড়িয়ে দেওয়া একটি ব্রিজ ৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই ৷ এছাড়া এক কংগ্রেস নেতার বিরুদ্ধে বুথে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ।

পুলিশ আধিকারিক শশী রঞ্জন বলেন , "মাওবাদী হামলার ঘটনা নির্বাচনে প্রভাব ফেলেনি ৷ পুলিশ সর্বত্র নজরদারি চালাচ্ছে ৷ " ঝাড়খণ্ডে এবারই প্রথম BJP এককভাবে লড়ছে ৷ বিপক্ষ দলের সঙ্গে তাদের প্রতিযোগিতা কঠিন ৷ 189 জন প্রার্থী ভোট লড়ছে ৷ আজ সকাল 7টা থেকে নির্বাচন শুরু হয়েছে , শেষ হবে দুপুর 3টেয় ৷ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল 11টা পর্যন্ত 27.41 শতাংশ ভোট পড়েছে ৷ 4,892টি নির্বাচন কেন্দ্র রয়েছে ৷ বুথের সংখ্যা 1790 ৷ 1202টি বুথ নিরাপদ ৷ এদিকে, পালামুতে বুথের মধ্যে অস্ত্র দেখানোর অভিযোগ উঠেছে স্থানীয় কংগ্রেস নেতা কেএম ত্রিপাঠীর বিরুদ্ধে ৷ এরপর পুলিশ তাঁকে ও তাঁর কয়েকজন সমর্থককে হেপাজতে নিয়েছে ৷

2014 সালে BJP 14টি আসন জিতেছিল এবং অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের (AJSU) সঙ্গে জোট করে সরকার গঠন করেছিল ৷ এইবার AJSU একাই নির্বাচন লড়ছে ৷

মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেন, " নতুন ঝাড়খণ্ড গড়া আমাদের লক্ষ্য ৷ আমি যুব সম্প্রদায়কে অনুরোধ করব নির্বাচনে অংশ নেওয়ার জন্য ৷ নতুন ঝাড়খণ্ড গড়ার জন্য তাঁরা ভোট দিক ৷ সম্প্রীতির জন্য ভোট দিক ৷ উন্নয়নের জন্য ভোট দিক ৷ বিধানসভা ভোটের আজ প্রথম দিন ৷ প্রত্যেকটি ভোটই গুরুত্বপূর্ণ ৷ "

ABOUT THE AUTHOR

...view details