রাঁচি, 23 ডিসেম্বর : আজ ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের ফল ঘোষণা ৷ সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা ৷ 30 নভেম্বর থেকে শুরু করে 20 ডিসেম্বর পর্যন্ত মোট 5 দফায় হয় ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন ।
গণনা শুরু পর বারহাইত ও দুমকে দুটি কেন্দ্রেই এগিয়ে JMM নেতা হেমন্ত সোরেন ৷ প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, BJP-কে জোর টক্কর দিতে চলেছেন বিরোধীরা ৷ কর্নাটক, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডে সবচেয়ে বড় দল হিসেবে এগিয়ে BJP। তবে জোটের জোরে সরকার গড়তে এগিয়ে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)-কংগ্রেস জোট। এই প্রসঙ্গে RJD নেতা তেজস্বী যাদব বলেন, ''ঝাড়খণ্ডে মহাজোটই জিতবে। হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হবেন ৷ ''
2014 সালের বিধানসভা নির্বাচনে 37টি আসন পায় BJP । JSU (ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন)-র পায় 5টি আসন । অবশেষে JUS-র সঙ্গে জোট তৈরি করে সরকার গঠন করে BJP । ঝাড়খণ্ড বিকাশ মোর্চা অর্থাৎ JVM (P)-র প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাবুলাল মারান্ডি বলেন, মানুষের রায় মেনে নিতে হবে। আশানুরূপ ফল হয়নি বলেও মতপ্রকাশ করেন মারান্ডি ৷