পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 23, 2019, 8:25 AM IST

Updated : Dec 23, 2019, 3:41 PM IST

ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে জয়ের পথে কংগ্রেস-JMM জোট, শুরু সরকার গড়ার তৎপরতা

আজ ভোটের ফল ঘোষণা ঝাড়খণ্ডে ৷

আজ ভোটের ফল ঘোষণা ঝাড়খণ্ডে ৷
সমীক্ষায় এগিয়ে কংগ্রেস-JMM, আজ ফল ঘোষণা ঝাড়খণ্ডে

রাঁচি, 23 ডিসেম্বর : আজ ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের ফল ঘোষণা ৷ সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা ৷ 30 নভেম্বর থেকে শুরু করে 20 ডিসেম্বর পর্যন্ত মোট 5 দফায় হয় ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন ।

গণনা শুরু পর বারহাইত ও দুমকে দুটি কেন্দ্রেই এগিয়ে JMM নেতা হেমন্ত সোরেন ৷ প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, BJP-কে জোর টক্কর দিতে চলেছেন বিরোধীরা ৷ কর্নাটক, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডে সবচেয়ে বড় দল হিসেবে এগিয়ে BJP। তবে জোটের জোরে সরকার গড়তে এগিয়ে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)-কংগ্রেস জোট। এই প্রসঙ্গে RJD নেতা তেজস্বী যাদব বলেন, ''ঝাড়খণ্ডে মহাজোটই জিতবে। হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হবেন ৷ ''

2014 সালের বিধানসভা নির্বাচনে 37টি আসন পায় BJP । JSU (ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন)-র পায় 5টি আসন । অবশেষে JUS-র সঙ্গে জোট তৈরি করে সরকার গঠন করে BJP । ঝাড়খণ্ড বিকাশ মোর্চা অর্থাৎ JVM (P)-র প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাবুলাল মারান্ডি বলেন, মানুষের রায় মেনে নিতে হবে। আশানুরূপ ফল হয়নি বলেও মতপ্রকাশ করেন মারান্ডি ৷

নির্বাচনের পর ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাবুলাল মারান্ডি-র দল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (JVM) থেকেও 6 বিধায়ক BJP-তে নাম লেখান । দেশজুড়ে রাজ্য স্তরে তো বটেই এই নির্বাচনের ফলাফলের সরাসরি প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন । চলতি বছরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোট রয়েছে কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (RJD)-র ৷ বেশ কয়েকটি বুথফেরত সমীক্ষায় এগিয়ে এই জোট ৷

2000 সালে গঠিত এই রাজ্য গত মাসেই 20 বছরে পা রাখল । এটি রাজ্যের চতুর্থ বিধানসভা নির্বাচন । এর মাঝে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড় গোটা দেশ ৷ রাজ্য স্তরে তো বটেই এই নির্বাচনের ফলাফলের সরাসরি প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন ।

টুইট করে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ।

এখনও পর্যন্ত দলগুলি যত সংখ্যক আসনে এগিয়ে :

BJP কংগ্রেস+JMM, RJD AJSU অন্যান্য
26 43 (14+24+5) 4 8
Last Updated : Dec 23, 2019, 3:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details