পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভিন রাজ্যে যাওয়া শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর উদ্যোগ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর - রাঁচি

ভিন রাজ্যে কাজ করতে যাওয়া 1,11,568 জন ঝাড়খণ্ডের শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম দিনে 1000 টাকা করে পাঠানো হয়েছে । চিফ মিনিস্টারস স্পেশাল অ্যাসিসটেন্ট স্কিম মোবাইল অ্যাপের সাহায্যে এই টাকা পাঠানো হয়েছে ।

aa
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

By

Published : Apr 25, 2020, 12:50 PM IST

Updated : Apr 25, 2020, 12:55 PM IST

রাঁচি, 25 এপ্রিল : ঝাড়খণ্ড থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের সাহায্যে পদক্ষেপ করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন । তাঁর নির্দেশানুসারে অন্য রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে ।

ভিন রাজ্যে আটকে পড়া 1,11,568 জন শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমদিনে 1000 টাকা করে পাঠানো হয়েছে চিফ মিনিস্টারস স্পেশাল অ্যাসিসটেন্ট স্কিম মোবাইল অ্যাপের সাহায্যে । কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে জারি রয়েছে লকডাউন । আর এই লকডাউনের জেরেই ঝাড়খণ্ড থেকে দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা আটকে পড়েছেন । ইচ্ছা থাকলেও নিজের রাজ্যে ফিরতে পারছেন না তাঁরা । এদিকে কাজ বন্ধ থাকায় পুঁজিও শেষ । ঠিকমতো খাবারও জোটাতে পারছেন না । তাঁদের সাহায্যার্থে এবার এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর ঝাড়খণ্ড প্রশাসন সূত্রে । তাঁরা যাতে প্রত্য়েকে রেশন সামগ্রী ও খাবার পান তার জন্য ঝাড়খণ্ড সরকারের তরফে অন্য রাজ্যের সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন সোরেন ।

হেমন্ত সোরেন জানান, "দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝাড়খণ্ডের বহু শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল অ্যাপের সাহায্যে 1000টাকা করে পাঠানো হয়েছে । এখনও পর্যন্ত ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া 2,47,025জন শ্রমিক আর্থিক সাহায্য পাওয়ার জন্য অ্যাপটিতে রেজিস্টার করেছেন । এখনও পর্যন্ত 2,10,464জনের রেজিস্ট্রেশন গৃহীত হয়েছে । যাঁদের রেজিস্ট্রেশন যাচাই করা হয়ে গেছে তাঁদের খুব দ্রুত আর্থিক সহায়তা দান করা হবে । ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিষয়টি হবে । এর জন্য দুই থেকে তিনদিন সময় লাগবে ।''

Last Updated : Apr 25, 2020, 12:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details