দিল্লি, ১৪ মে : চিফ ফিনান্সিয়াল অফিসারের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন জ়েট এয়ারওয়েজের CEO (chief executive officer) বিনয় দুবে । "ব্যক্তিগত কারণ" দেখিয়ে আজ তিনি পদত্যাগ করেন । 2017 সালের অগাস্ট মাসে জ়েট এয়ারওয়েজে যোগ দিয়েছিলেন তিনি ।
"ব্যক্তিগত কারণ" দেখিয়ে পদত্যাগ করলেন জ়েট এয়ারওয়েজের CEO - chief financial officer Amit Agarwal
কয়েক ঘণ্টার মধ্যে "ব্যক্তিগত কারণ" দেখিয়ে পদত্যাগ করলেন জ়েট এয়ারওয়েজের CEO ও চিফ ফিনান্সিয়াল অফিসার ।
এর আগে আমেরিকায় ডেল্টা এয়ারলাইন্স, ইউরোপের সাবরে এবং এশিয়ার আমেরিকান এয়ারলাইন্সে কর্মরত ছিলেন বিবেক দুবে । এর আগে সোমবার পদত্যাগ করেন চিফ ফিনান্সিয়াল অফিসার অমিত আগরওয়াল । তিনি ২০১৫ সাল থেকে জ়েট এয়ারওয়েজে কর্মরত ছিলেন । চলতি মাসের প্রথম দিকে সংস্থার সর্বক্ষণের অধিকর্তা গৌরাঙ্গ শেঠি পদত্যাগ করেছিলেন ।
১৭ এপ্রিল থেকে জ়েট এয়ারওয়েজের বিমান পরিষেবা বন্ধ । বাজারে সংস্থার প্রচুর দেনা । এই পরিস্থিতিতে কোম্পানির ম্যানেজমেন্টের উচ্চ পর্যায়ে একাধিক আধিকারিক পদত্যাগ করলেন ।