দিল্লি, 23 অগাস্ট : জেট এয়ারওয়েজ়ের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের বিভিন্ন অফিসে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের মামলার তদন্তেই এই তল্লাশি ।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে জানানো হয়েছে দিল্লি, মুম্বইয়ের 12 জায়গায় তল্লাশি চালানো হয় । 2014 সালে Etihad Airways জেট প্রিভিলেজ প্রাইভেট লিমিটেডের শেয়ার অধিগ্রহণ করে । সেই প্রক্রিয়ায় FDI লঙ্ঘনের অভিযোগের তদন্ত করেছে ED ।
প্রচুর দেনার কারণে চলতি বছরের এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বিমান পরিষেবা বন্ধ করে দেয় জেট এয়ারওয়েজ় । প্রায় 20 হাজার কর্মী বেকার হয়ে যান । মার্চ মাসে নরেশ গোয়েল এবং তাঁর স্ত্রী জেট এয়ারওয়েজ়ের বোর্ড থেকে পদত্যাগ করেছিলেন । বিমান সংস্থার চেয়ারম্যান পদ থেকেও তিনি পদত্যাগ করেন ।
জেট এয়ারওয়েজ়ের বাজারে প্রায় 8 হাজার কোটি টাকার দেনা রয়েছে । যদিও কয়েক মাস আগে পর্যন্তও ভারতের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহণ সংস্থা ছিল তারা । বিমান চলানো বন্ধ করে দেওয়ার পর মে মাসে নরেশ গোয়েল ও তাঁর স্ত্রীকে মুম্বই বিমানবন্দরে আটকে দেওয়া হয় যাতে তাঁরা বিদেশে না যেতে পারেন ।