দিল্লি, ১৯ মার্চ : বকেয়া বেতন না মেটালে ১ এপ্রিল থেকে উড়ান বন্ধ করে দিয়ে বিক্ষোভে নামবে বলে জানাল জ়েট বিমান সংস্থার পাইলটরা। ৩১ মার্চের মধ্যে পাইলটদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে পাইলটদের সংগঠন NAG (National Aviators Guild)। ইতিমধ্যেই আর্থিক সমস্যার জন্য ৪১টি বিমান বসিয়ে দিয়েছে জেট এয়ারওয়েজ়। গত কয়েক মাস ধরে পাইলটদের বেতন বকেয়া রয়েছে। অনেকের এরিয়ার বাকি।
এবিষয়ে এক সংবাদমাধ্যমে জেট এয়ারওয়েজ়ের এক পাইলট বলেন, "এটা শুধু আমাদের বকেয়া বেতন মেটানোর আন্দোলন নয়, এটা আমাদের বেঁচে থাকার আন্দোলন।"