দিল্লি, ২ মার্চ : পাকিস্তানে রয়েছে জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজ়হার। গতকাল একথা স্বীকার করেন সেদেশের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। পাশাপাশি তাঁর আশ্বাস, ভারত উপযুক্ত প্রমাণ দিলে জইশ প্রধানকে গ্রেপ্তার করা হবে।
দেশেই রয়েছে মাসুদ আজ়হার, স্বীকার পাকিস্তানের - Shah Mahmood Qureshi
দেশেই রয়েছে জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজ়হার। স্বীকার পাকিস্তানের
![দেশেই রয়েছে মাসুদ আজ়হার, স্বীকার পাকিস্তানের](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2583083-593-695a777e-8148-4fe9-a97f-dccc77afd66e.jpg)
ভারত-পাকিস্তানের উত্তেজনা নিয়ে গতকাল একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। তখন তাঁকে প্রশ্ন করা হয়, জইশ প্রধান বর্তমানে কি পাকিস্তানে রয়েছে ? সে প্রসঙ্গে তিনি বলেন, "আমার কাছে যে তথ্য রয়েছে সেই অনুযায়ী সে পাকিস্তানেই রয়েছে। তবে সে অসুস্থ। এতটাই অসুস্থ যে নিজের বাড়ি থেকেও বেরোতে পারছে না।" তখন তাঁকে পালটা প্রশ্ন করা হয়, ভারত একাধিকবার অভিযোগ করেছে মাসুদ আজ়হার ভারতের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপে চালাচ্ছে। তাহলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? সে প্রসঙ্গে মেহমুদ কুরেশি বলেন, "ভারত যদি পাকিস্তানের আদালতের কাছে গ্রহণযোগ্য কোনও তথ্যপ্রমাণ দিতে পারে তবেই মাসুদ আজ়হারকে গ্রেপ্তার করা হবে। যাতে আমরা মানুষকে বিশ্বাস করাতে পারি।"
ভারত একাধিকবার অভিযোগ করেছে, পাকিস্তানের মাটিকে ব্যবহার করে জইশ ভারতের বিরুদ্ধ সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে। প্রসঙ্গটি কিছুটা এড়িয়ে গিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী বলেন, "আমাদের নতুন সরকার, আমরা শান্তি চাই। উত্তেজনা কমাতে চাই। উপযুক্ত প্রমাণ থাকলে দয়া করে আলোচনায় বসুন।"