দিল্লি, 30 অগাস্ট : সেপ্টেম্বর মাসের শুরুতেই NEET-JEE পরীক্ষা । কিন্তু আজকের "মন কি বাত"-এ প্রধানমন্ত্রীকে তা নিয়ে কিছু বলতে শোনা গেল না । বরং দেশীয় খেলনা শিল্পের উপরে জোর দিতে দেখা গেল তাঁকে । এরই প্রেক্ষিতে এবার সরব হলেন রাহুল গান্ধি । প্রধানমন্ত্রীর "মন কি বাত" অনুষ্ঠান শেষে টুইটারে তিনি লেখেন, "JEE ও NEET পরীক্ষার্থীরা চেয়েছিলেন পরীক্ষা পে চর্চা হোক, কিন্তু প্রধানমন্ত্রী করলেন খিলোনে পে চর্চা ।" টুইটের শেষে তিনি একটি হ্যাশট্যাগও ব্যবহার করেন, "মন কি নেহি স্টুডেন্টস কি বাত" ।
একদিকে সুপ্রিম কোর্টের রায়, যেখানে বলা হয়েছে নির্দিষ্ট সূচি মেনেই পরীক্ষা হবে । পিছানো যাবে না নির্ঘণ্ট । অন্যদিকে কোরোনা পরিস্থিতিতে কীভাবে পরীক্ষাকেন্দ্রে যাবে তা নিয়ে চিন্তায় পরীক্ষার্থীরা । দেশের একাধিক রাজ্যে গণপরিবহন ব্যবস্থা এখনও পর্যাপ্ত নয় । পরীক্ষাকেন্দ্রে কীভাবে পৌঁছাবে, তা নিয়ে চিন্তার শেষ নেই পরীক্ষার্থীদের । তার ঠিক আগেই আজ প্রধানমন্ত্রীর "মন কি বাত" ।
আরও পড়ুন :দেশীয় খেলনা শিল্পে জোর দিতে হবে, "মন কি বাত"-এ বললেন প্রধানমন্ত্রী
অনেকেই ভেবেছিলেন, আজকের "মন কি বাত"-এ NEET-JEE পরীক্ষার্থীদের মুশকিল আসান কীভাবে হবে, তা নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী । কিন্তু তা হয়নি, আজ গোটা "মন কি বাত" জুড়ে ছিল দেশীয় খেলনা শিল্প । আত্মনির্ভর ভারত । ভোকাল ফর লোকাল টয়েজ় । দেশীয় খেলনা শিল্পকে কীভাবে আন্তর্জাতিক আঙিনায় নিয়ে যাওয়া যাবে, তা নিয়েই আজ কথা বললেন প্রধানমন্ত্রী । ভারতে খেলনা শিল্পের হাব গড়ে তোলার আহ্বান জানান তিনি । কিন্তু সামনেই যেখানে NEET-JEE পরীক্ষা, তখন তা নিয়ে কেন কিছু বললেন না প্রধানমন্ত্রী ! সেই নিয়েই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধি ।
আরও পড়ুন :মন কি বাতে প্রধানমন্ত্রী
সম্প্রতি একাধিক ইশুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধি । ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে BJP-র সমঝোতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন । কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন ফেসবুককে । এরপর গতকাল অভিযোগ তোলেন, হোয়াটস অ্যাপের উপরেও নিয়ন্ত্রণ রয়েছে BJP-র । এই সংক্রান্ত একটি টুইট করেছিলেন তিনি । লিখেছিলেন, “এমনকী অর্থ প্রদানের জন্যও হোয়াটসঅ্যাপে মোদি সরকারের অনুমোদন প্রয়োজন । সুতরাং, হোয়াটস অ্যাপের উপরে BJP-র হাত রয়েছে ।”
আরও পড়ুন :পিছানো যাবে না, সূচি মেনেই NEET, JEE-র পরীক্ষা : সুপ্রিম কোর্ট