পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

JEE মেন পরীক্ষার ফলপ্রকাশ , 100 পারসেন্টাইল স্কোর 24 জনের - JEE মেইন

এই বছর JEE মেইন পরীক্ষায় আবেদন করেছিল মোট 8.58 লাখ পরিক্ষার্থী ৷ তবে তার মধ্যে মাত্র 74 শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পেরেছিল ৷ এই JEE মেইন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রথম আড়াই লাখের মধ্যে থাকা পরীক্ষার্থী জয়েন্ট অ্যাডভান্সে বসার সুযোগ পাবে ৷

JEE main ২০২০ result
JEE JEE মেইন পরীক্ষার ফলপ্রকাশ

By

Published : Sep 12, 2020, 9:03 AM IST

Updated : Sep 12, 2020, 9:22 AM IST

দিল্লি , 12 সেপ্টেম্বর : পরীক্ষা শেষ হওয়ার পাঁচদিনের মাথায় প্রকাশিত হল JEE মেন পরীক্ষার ফল ৷ এবছর মোট 24 জন পরীক্ষার্থী 100 পারসেন্টাইল স্কোর করেছেন ৷ শীর্ষস্থানে রয়েছে তেলাঙ্গানা ৷ 24 জনের মধ্যে 8 জনই তেলাঙ্গানার ৷ দ্বিতীয়তে রয়েছে দিল্লি ৷ এখানে থেকে 5 জন 100 পারসেন্টাইল স্কোর করেছে ৷ পরবর্তী স্থানগুলিতে রয়েছে যথাক্রমে রাজস্থান (4 জন ) , অন্ধ্রপ্রদেশ (3 জন) , হরিয়ানা ( 2 জন ) , গুজরাত ও মহারাষ্ট্র থেকে 1 জন ৷

উল্লেখ্য , কোরোনা পরিস্থিতিতে প্রায় দুইবার জয়েন্ট এন্ট্রান্স মেইন-এর পরীক্ষা পিছিয়ে যায় ৷ তবে এই পরিস্থিতিতেই সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ সেইমতো , 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত JEE মেইন পরীক্ষা নেওয়া হয়েছিল ৷ দেশের সমস্ত পরীক্ষাকেন্দ্রে স্যানিটাইজ়ার , মাস্ক বিতরণ থেকে শুরু করে সামাজিক দূরত্ব সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে দেখা গিয়েছিল

আরও পড়ুন ,JEE, NEET নিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

এই বছর JEE মেইন পরীক্ষায় আবেদন করেছিল মোট 8.58 লাখ পরিক্ষার্থী ৷ তবে তার মধ্যে মাত্র 74 শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পেরেছিল ৷ এই JEE মেইন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রথম আড়াই লাখের মধ্যে থাকা পরীক্ষার্থী জয়েন্ট অ্যাডভান্সে বসার সুযোগ পাবে ৷ এই পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ IIT কলেজগুলিতে ভরতির সুযোগ পাবে পরীক্ষার্থীরা ৷ জয়েন্ট অ্যাডভান্সের পরীক্ষা হবে 27 সেপ্টেম্বর ৷

আরও পড়ুন ,শুরু JEE মেইন, পরীক্ষাকেন্দ্রে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি


কোরোনা পরিস্থিতিতে JEE ও পরীক্ষা পিছানোর দাবি ওঠে দেশজুড়ে ৷ এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পঞ্জাব, রাজস্থান-সহ ছয় অ-BJP শাসিত রাজ্য ৷ কিন্তু রাজ্যগুলির আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।বলা হয় "জীবনকে এগিয়ে যেতে হবে" এবং "কোরোনা পরিস্থিতির জেরে ছাত্র-ছাত্রীরা কোনও ভাবেই একটি মূল্যবান বছর হাতছাড়া করতে পারে না৷ " সেক্ষেত্রে পরীক্ষা হবেই ৷ শেষপর্যন্ত সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়া হয় ৷

Last Updated : Sep 12, 2020, 9:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details