দিল্লি, 5 অক্টোবর : JEE অ্যাডভান্সে দেশের মধ্যে প্রথম হয়েছে পুনের চিরাগ ফালোর । আজ ফলপ্রকাশ করে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ।
এবছর এই পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিল IIT দিল্লি । মোট 1.6 লাখ পড়ুয়া আবেদন করেছিল । পরীক্ষা দিয়েছিল 1.5 লাখ পড়ুয়া । যার মধ্যে 6 হাজার 707 জন ছাত্রীসহ মোট 43 হাজার জন পরীক্ষার্থী পাশ করেছে ।
396-এর মধ্যে চিরাগের প্রাপ্ত নম্বর 352 । বিজয়ওয়াড়ার গাঙ্গুলা ভুবন রেড্ডি দ্বিতীয় এবং বিহারের বৈভব রাজ তৃতীয় স্থান অধিকার করেছে । মেয়েদের মধ্যে প্রথম হয়েছে কনিষ্ক মিত্তল । প্রাপ্ত নম্বর 315 ।
কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল টুইটারে সফল পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন । তিনি লেখেন, “ ভবিষ্যতে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে কাজ করতে সবাইকে অনুরোধ করব । যারা তাদের পছন্দমতো র্যাঙ্ক করতে পারেনি তাদের জন্য অনেক সুযোগ অপেক্ষা করছে । পরীক্ষার ফলাফল কখনও কারও ভবিষ্যৎ নির্ধারণ করে না ।”